West Bengal News: ঘরে বসেই এক ক্লিকে দেওয়া যাবে পঞ্চায়েতের ট্যাক্স, কীভাবে? জানুন এক ক্লিকে

Published : Jun 11, 2025, 12:26 PM IST

Mamata Banerjee News: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য় দারুন সুখবর রয়েছে রাজ্য সরকারের তরফে। এবার থেকে ট্যাক্স দেওয়ার জন্য় আর দৌড়াদৌড়ি করতে হবে না। ঘরে বসেই দিতে পারবেন সম্পত্তির কর। কীভাবে? দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
17
রাজ্য সরকারের নয়া উদ্যোগ

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে ভীষণ একটা সুখবর। এবার থেকে ঘরে বসেই মাত্র এক ক্লিকেই করা যাবে এই কাজটি। কোনও লাইনের ঝামেলা ছাড়াই। 

27
বাড়ি বসেই দিন প্রপার্টি ট্যাক্স

জানা গিয়েছে এবার থেকে বাড়িতে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জমা করতে পারবেন প্রপার্টি ট্যাক্স। এরফলে কোনওরকম ভুলত্রুটি ছাড়াই অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতিতে দেওয়া যাবে বাড়ির সম্পত্তি কর। 

37
কীভাবে দেবেন?

অনলাইনে বাড়ির কর দেওয়ার জন্য প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনাকে Google- এ গিয়ে ‘’WB Panchayat'' লিখে সার্চ করতে হবে। বা সরাসরি prd.wb.gov.in-এ  যেতে পারববেন। বা ফোনের প্লে স্টোর থেকে  Banglar Panchayat অ্যাপটি ডাউনলোড করতে পারেন। 

47
অনলাইন পেমেন্ট প্রক্রিয়া

ওয়েবসাইটে যাওযার পর  ‘Citizen Corner’ এ গিয়ে Pay Gpay property Tax বিকল্পটি বেছে নিন। 

57
প্রথমবার ব্যবহারকরীদের জন্য

প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য় sign up বাটনে ক্লিক করে মোবাইল নম্বর, জেলা, পঞ্চায়েত এলাকা, এরপর আপনার নাম, পদবী, ইমেল আইডি সহ ব্যক্তিগত তথ্য দিন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এরপর ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হবে। 

67
তথ্য যাচাই

অনুসন্ধানের পর আপনার অ্যাসেসমেন্ট নম্বর, ঠিকানা, মালিকের নাম, পদবী সবকিছু দেখাবে। যা থেকে আপনি আপনার সম্পত্তি যাচাই করে নিতে পারবেন এবং বকেয়া করও দিয়ে দিতে পারবেন। 

77
কীভাবে পেমেন্ট করবেন?

সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর পেমেন্ট করার জন্য় আপনাকে যেতে হবে Pay Now বোতামে ক্লিক করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় আপনার পেমেন্ট সংক্রান্ত যাবতীয় নথি দিয়ে মোট পরিমাণ স্বয়ক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। এরপর ডেবিট কার্ড, ক্রেটিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।    

Read more Photos on
click me!

Recommended Stories