অ্যাপের মাধ্যমে নজরদারি, বাসের রেষারেষি হলেই কড়া ব্যবস্থার পথে রাজ্য সরকার
রাজ্যে বাস দুর্ঘটনা নতুন কিছু নয়। বেশিরভাগ সময়ই রেষারেষি, বেপরোয়া গতির জন্য পথ দুর্ঘটনা ঘটে। এবার পথ দুর্ঘটনা রোখার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ঘোষণা করেছেন।
রাজ্যে পথ দুর্ঘটনা এড়াতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, ঘোষণা পরিবহণমন্ত্রীর
রাজ্যে বাসের রেষারেষি, বেপরোয়া গতির ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
বাসের রেষারেষি রোখার জন্য বিশেষ পদক্ষেপের ব্যবস্থা করছে রাজ্য সরকার
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বাসের চালকরা যাতে রেষারেষি না করেন এবং বেপরোয়া গতিতে বাস না চালান, সে বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
বিশেষ অ্যাপের মাধ্যমে বাস চালকদের উপর নজরদারির ব্যবস্থা করছে রাজ্য সরকার
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বাসের চালকদের উপর নজরদারি চালানোর জন্য একটি অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। বাসের চালকরা গতি বাড়ালেই সেই অ্যাপের মাধ্যমে জানা যাবে।
বেপরোয়া গতির ফলে যাতে বাসের দুর্ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বাসের রেষারেষি নিয়ে চালকদের অনেকবার সতর্ক করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতে কাজ হয়নি। এই কারণে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
সাধারণ মানুষ যাতে বাসের রেষারেষির বলি না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার
কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা যায়, একই রুটের দুই বাস পরপর চলে এলে গতি বাড়িয়ে দেন চালকরা। এর ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এবার এই ঘটনা রোখার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করে দুর্ঘটনা রোখার বার্তা পরিবহণমন্ত্রীর
শুক্রবার হুগলিতে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই অনুষ্ঠান থেকেই বাস চালকদের কড়া বার্তা দিয়েছেন তিনি।
পরিবহণমন্ত্রী বলেছেন, ‘এবার বাসের রেষারেষি বন্ধ করে দেব। আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ বানিয়েছে। বাস চালকদের সেই অ্যাপ দিয়ে দেওয়া হবে। সকাল থেকে তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ। তাঁরা কত গতিতে গাড়ি চালাচ্ছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন কিনা সবটাই ওই অ্যাপে ধরা পড়ে যাবে।’
এরপরেও রেষারেষি, বেপরোয়া গতি বজায় রাখলে বাসের চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার
পরিবহণমন্ত্রী জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে বাসের চালকদের উপর নজরদারি চালানোর পাশাপাশি শাস্তির ব্যবস্থাও করছে রাজ্য সরকার।
বেপরোয়া গতিতে বাস চালালে চালকের লাইসেন্স কেড়ে নেওয়া হতে পারে, কড়া বার্তা পরিবহণমন্ত্রীর
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, বেপরোয়া গতিতে বাস চালালে প্রথমে চালককে শো-কজ করা হবে। তারপর ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে।
বাস চালকদের উপর নজরদারি চালানোর জন্য অ্যাপ চালু হলে পথ দুর্ঘটনা কমানো সম্ভব হবে, আশা পরিবহণমন্ত্রীর
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা আশা করছেন, নতুন অ্যাপ চালু হলে পথ দুর্ঘটনা কমানো সম্ভব হবে। এরপরেও কোনও বাসের বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।