কাল থেকে টানা ছুটি! নবান্নের বিজ্ঞপ্তিতে মুখে হাসি সরকারি কর্মীদের! বন্ধ স্কুল-কলেজ থেকে ব্যাঙ্ক

Published : Aug 14, 2025, 02:26 PM IST

আগামিকাল থেকে টানা ছুটি রাজ্য সরকারি কর্মীদের। মুখে হাসি ফুটিয়ে লম্বা ছুটি পড়ে যেতে চলেছে রাজ্যে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, ব্যাঙ্কও। দেখে নিন তারিখগুলি

PREV
15

পুজোর আগে এটাই শেষ বড় ছুটি সরকারি কর্মীদের। পরপর টানা এতদিন ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। কাল থেকে সেই ছুটি শুরু হচ্ছে। ফলে বেশ খুশির হাওয়া অফিসগুলিতে।

25

এদিকে, অগাস্ট মাসে ভরপুর ছুটি রয়েছে ব্যাঙ্ককর্মীদেরও। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মাসের শুরুতেই এই ছুটির তালিকা প্রকাশ করেছিল। এই আরবিআইয়ের ছুটির তালিকা ও রাজ্য সরকারের ছুটি অনুসারে অগাস্ট মাসে ১৫টি নির্দিষ্ট ছুটি রয়েছে ব্যাঙ্ককর্মীদের যা রাজ্যভেদে (Bank Holiday) আলাদা আলাদা হয়। জাতীয় ছুটির দিনগুলি সমানভাবে পালন করা হলেও আঞ্চলিক ধর্মীয় উৎসবগুলি রাজ্য নির্দিষ্ট থাকে আলাদা আলাদা নিয়ম ও রীতি অনুসারে।

35

মাসের এই মাঝামাঝি সময়ে চেক ক্লিয়ারেন্স, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা সমাধান বা এনইএফটি / আরটিজিএসের মত কাজ বন্ধ থাকবে শাখায়। তবে অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, টাকা ট্রান্সফার, ইউপিআই পেমেন্ট, এটিএম যথাযথভাবে কাজ করবে।

45

এদিকে নবান্ন জানাচ্ছে টানা ছুটি মিলবে ১৫ অগস্ট থেকে। আগামিকাল অর্থাৎ শুক্রবার ১৫ অগস্ট। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর পরের দু’দিন শনি এবং রবিও মিলছে ছুটি। শুক্রের পর শনিবার পড়েছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে ছুটি থাকছে। আর এরপর রবিবার।

55

অর্থাৎ পর পর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। টানা ছুটির সুযোগ নষ্ট না করে চাইলেই কাছেপিঠে কোথাও ঘুরে আসা যেতেই পারে। তাই ঝটপট বানিয়ে ফেলুন প্ল্যান। আর বেরিয়ে পড়ুন।

Read more Photos on
click me!

Recommended Stories