- Home
- India News
- School Holiday: অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো, জারি হল ছুটির নোটিস
School Holiday: অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো, জারি হল ছুটির নোটিস
অগাস্ট মাসে টানা ৫ দিন স্কুল বন্ধ থাকবে। দ্বিতীয় সপ্তাহে ঝুলন পূর্ণিমা, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে ওড়িশায়। রাখিবন্ধন ও গণেশ চতুর্থী সহ মোট ১৫ দিন ছুটি থাকবে।

অগাস্ট মাস পড়তে না পড়তেই সামনে এল ছুটির নোটিস। এবার টানা ৫ দিন বন্ধ থাকবে স্কুল। তাও অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এছাড়া অন্যান্য ছুটি তো আছেই। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে স্কুলগুলো।
গোটা অগাস্ট মাস জুড়ে রয়েছে একাধিক ছুটি রয়েছে। স্কুল-কলেজ, অফিস-কাছারির পাশাপাশি বেশ কদিন বন্ধ থাকবে ব্যাঙ্কও। এই মাসে আছে স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী থেকে গণেশ পুজোর ছুটি। এই সব মিলিয়ে টানা ছুটি মিলবে অগাস্ট মাসে। এই সব ছুটি ও রবিবার মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে স্কুলগুলো।
ক্যালেন্ডার বলছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ অগাস্ট এবং ঝুলন পূর্ণিমা। সেই সময় টানা পাঁচ দিন বন্ধ থাকবে স্কুল। ১৩ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সে সপ্তাহে, ঝুলন পূর্ণিমা, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী পড়েছে একই সপ্তাহে। সেই সপ্তাহে বুধবার অর্থাৎ ১৩ অগাস্ট থেকে রবিবার অর্থাৎ ১৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
এই দিনও প্রায় সকল সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। সেই সঙ্গে বন্ধ থাকবে অফিসও। এই টানা ৫ দিনের ছুটি জারি হয়েছে ওড়িশায়। সেখানে ১৩ থেকে ১৭ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
তেমনই এই রাজ্যে তার আগের সপ্তাহ অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে রয়েছে ছুটি। ৯ অগস্ট শনিবার পড়েছে রাখি উৎসব। এই দিন সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে থাকবে তিন দিন ছুটি। সঙ্গে ২৭ অগস্ট গণেশ চতুর্থীর ছুটি থাকবে এই রাজ্যের স্কুলগুলোতে।

