দীর্ঘ অস্বস্তি দিয়ে শেষবর্ষ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আর কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেও দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় ইতিমধ্যেই পা রেখেছে মৌসুমি বায়ু। জেলাগুলি হল- নদিয়া, ২৪ পরগনা আর বর্ধমান।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযয়ী আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ মাঝ সপ্তাহ অর্থাৎ বুধবার সব জেলাতেই বর্ষা শুরু হবে।
১৭ জুন থেকেই দক্ষিণবঙ্গের সবজেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৯.২ডিগ্রি সেলসিয়াস।
আজ থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেই কলকাতায় প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার সঙ্গে গায়েঙ্গ উপত্যকার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হবে।
আগামী ১৭ জুন উত্তরবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুরে বেশি বৃষ্টি হবে।
আগামী ১৮ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ১৯ জুন দক্ষিণবহ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুরে খুব বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষা ঢুকলেও এখনই অস্বস্তি বিদায় নিচ্ছে না। বৃষ্টির পর সাময়িক স্বস্তি লাগলেও পরবর্তী কিছু সময়ের মধ্যেই ফিরে আসবে অস্বস্তি।
Saborni Mitra