ক্লাস ওয়ান থেকেই পাওয়া যাবে ১৫০০০ টাকার স্কলারশিপ, কারা কীভাবে পাবেন? দেখুন এক ক্লিকে

Published : Jun 15, 2025, 06:39 PM IST

15000 Scholarship: রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশে কর্মরতদের পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা ভেবেই চালু করা হয়েছে একটি বিশেষ স্কলারশিপ। 

PREV
110
কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশে কর্মরতদের পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা ভেবেই চালু করা হয়েছে একটি বিশেষ স্কলারশিপ।

210
বন্ধ ছিল

এই স্কলারশিপ গত কয়েক বছর ধরে বন্ধ ছিল। এবার আবারও চালু করা হচ্ছে সেই স্কলারশিপ।

410
স্কলারশিপ প্রাপক

এই প্রকল্পের মাধ্যমে ৪৯০ জন মেধাবী পড়ুয়া স্কলারশিপ পেতেন। কিন্তু এবার দেওয়া হবে ১৪ জনকে।

510
কাদের দেওয়া হবে

ক্লাস ওয়ান থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়ুয়াদের এই স্টাইফেন্ড দেওয়া হবে। ১৪ জন পাবে এই স্কলারশিপ।

610
স্কলারশিপের জন্য যোগ্যতা

কলকাতা পুলিশের কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, হোমগার্ড, কেবিডি স্টাফ- এদের সন্তানরাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মূলত পড়াশুনার জন্যই এই স্কলারশিপ দেওয়া হবে।

710
যোগ্যতা

এই স্কলারশিপ মিলবে শুধুমাত্র ২০২০-২০২১ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত। এর পাশাপাশি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং-এর মতো পেশাগত কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

810
নম্বরের ভিত্তিতে

স্কুল পর্যায়ের ক্লাস ওয়ার থেকে টুয়েলভ পর্যন্ত গড়ে যারা ৮০-৯০ শতাংশ নম্বর পাবেন তারাই আবেদন করতে পারে। অন্যদিকে স্নাতক বা মাস্টার্স পর্যায়ের যারা ৬৫ শতাংশ নম্বর পাবে তারা আবেদন করতে পারবে।

910
স্কলারশিপের টাকা

১০০০ থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতেই এটি দেওয়া হবে।

1010
আবেদনের শেষ দিন

এই স্কলারশিপের জন্য আবেদনেক শেষ দিন ৩০ জুন, ২০২৫। আবেদনপত্র জমা দিতে হবে বডিগার্ড লাইনসে অবস্থিত কলকাতা পুলিশের ফ্যামেকি ওয়েলফেয়ার সেন্টারের অফিসে। আবেদনপত্রের সঙ্গে রেজাল্ট, আধারকার্ড, ভোটারকার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপিও।

Read more Photos on
click me!

Recommended Stories