নদিয়ার তেহট্ট সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশি নাবালক, সতর্ক বিএসএফ ও পুলিশ

Published : Oct 24, 2025, 09:25 PM IST
India Bangladesh Border

সংক্ষিপ্ত

Nadia District News: গত কয়েক মাসে নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গিয়েছে। প্রায়ই এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা ধরা পড়ছে। ফের একই ঘটনা দেখা গেল।

DID YOU KNOW ?
নদিয়া জেলায় অনুপ্রবেশ
গত কয়েক মাসে নদিয়া জেলায় অনুপ্রবেশ বেড়ে চলেছে। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঠেকানোর চেষ্টা করছে বিএসএফ।

India-Bangladesh Border: নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টায করতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশী নাবালক। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার অন্তর্গত ভাটুপাড়া অঞ্চলে। ৫৬ নম্বর ব্যাটেলিয়নের ভাটুপাড়া বিওপি সীমান্ত পোস্টের কাছে ওই বাংলাদেশী ধরা পড়ে। সূত্রের খবর, শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় ওই নাবালককে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানরা। এরপর নির্ধারিত প্রক্রিয়া মেনে তাকে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা সম্পর্কে কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ‘বিএসএফ-এর তৎপরতায় বাংলাদেশী এক নাবালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ ধৃত নাবালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনার পর সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

নদিয়া জেলায় বাড়ছে অনুপ্রবেশ

গত বছর থেকে নদিয়া জেলায় অনুপ্রবেশ অনেক বেড়ে গিয়েছে বলে বারবার অভিযোগ উঠছে। বাংলাদেশীরা বেআইনিভাবে ভারতে এসে বসবাস করছে, এদেশের সরকারি নথি জোগাড় করছে বলেও অভিযোগ। কয়েক মাস আগেই রানাঘাটে এই অভিযোগ উঠেছিল। রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর ২১০ নম্বর বুথের ভোটার তালিকায় এক বাংলাদেশীর নাম রয়েছে বলে অভিযোগ। ভোটার তালিকায় ৩২৮ নাম্বারে নাম রয়েছে সঞ্জিৎ ঘোষের। তার বাবার নাম দেখানো হয়েছে গোপেশ্বর ঘোষ। কিন্তু পরে তদন্তে জানা যায়, এই ভোটারের বাবার নাম ভুয়ো। গোপেশ্বর, তাঁর পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা সঞ্জিৎ নামে কাউকে চেনেন না। সে আসলে বাংলাদেশী। ভারতে অনুপ্রবেশ করে বাবা হিসেবে একজনকে দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে।

শাসক-বিরোধী তর্ক শুরু

বিজেপি-র অভিযোগ, শাসক দলের নেতারাই মোটা অর্থের বিনিময়ে অনুপ্রবেশে মদত দিচ্ছেন। পাল্টা অনুপ্রবেশের জন্য বিএসএফ-কে দায়ী করছে শাসক দল। এই পারস্পরিক দোষারোপের মধ্যেই রাজ্যে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নদিয়ার তেহট্টে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশী
শুক্রবার সকালে নদিয়া জেলার তেহট্টে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশী নাবালক
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?