
Voter IDs Recovered: নদিয়ার কল্যাণী থানার মাঝেরচর ৭ নম্বর ওয়ার্ড অঞ্চলে উদ্ধার হল প্রায় ২৫০ ভোটার কার্ড। এই ঘটনার জেরে স্থানীয় অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক ভবঘুরের কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই দেখা যায়, তার ভিতরে রয়েছে বিপুল সংখ্যক ভোটার আইডি। মোট প্রায় ২৫০টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ভোটার আইডিগুলির বেশিরভাগই কল্যাণী ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের নামে। পুলিশ ব্যাগ-সহ সব ভোটার আইডি থানায় নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করেছে। কার্ডগুলির উৎস এবং এত সংখ্যক কার্ড একত্রে কার কাছে, কী উদ্দেশ্যে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনাটি সামনে আসতেই কল্যাণীতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্বাচনী মরসুম সামনে রেখে এই বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনার পিছনে কোনও বড় চক্র সক্রিয় কি না, তা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সব ভোটারের নামই নতুন করে নথিভুক্ত করা হবে। অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে একইসঙ্গে যাতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ না যায়, সেটাও নিশ্চিত করা হবে। রাজ্যে শেষবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল ২০০২ সালে। তারপর গত ২৩ বছরে আর এই কাজ হয়নি। ইতিমধ্যে রাজ্যের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে। অনুপ্রবেশের অভিযোগও উঠেছে। এই কারণেই এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।