প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করতে পুলিশের ভরসা সাধারণ মানুষ!

Published : Dec 19, 2025, 03:52 PM IST
Bomb Recovery

সংক্ষিপ্ত

West Bengal Police: রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার, বিস্ফোরণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাজ্যের সর্বত্র বোমা নিষ্ক্রিয় করার উপযুক্ত ব্যবস্থা নেই। বীরভূমে ফের সেটা দেখা গেল।

DID YOU KNOW ?
খালি হাতে বোমা উদ্ধার!
বীরভূমের সিউড়িতে প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে জোড়া তাজা বোমা উদ্ধার হলেও, সাধারণ মানুষকে দিয়ে খালি হাতে বোমা নিষ্ক্রিয় করানো হল।

West Bengal News: খালি হাতে বালতি নিয়ে মাঠ থেকে তাজা বোমা তুলে নিয়ে নিষ্ক্রিয় করার জন্য সাধারণ মানুষ! ঠিক এই দৃশ্যই দেখা গেল বীরভূম জেলার সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আবদারপুরে। এদিন এক প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হয় তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা নিজের হাতে সংগ্রহ করে বালতিতে ভরলেন সাধারণ মানুষ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশকর্মীরা উপস্থিত থাকলেও, বোমা উদ্ধারের কাজ পুলিশের বদলে নিজের হাতেই করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এমনকী একটি বালতিতে করে বোমা ভরতে দেখা যায় তাঁদের। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নির্দেশেই তাঁরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন। যদিও এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

বারবার বোমা উদ্ধার

উল্লেখযোগ্যভাবে, গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবদারপুর অঞ্চলে রাস্তার উপর পড়ে থাকতে দেখা গেল বোমা। এর আগেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দারা। বারবার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। শুক্রবার সকালে যেভাবে পুলিশকর্মীরা থাকা সত্ত্বেও বম্ব স্কোয়াডের বদলে খালি হাতে বালতি নিয়ে সাধারণ মানুষকে দিয়ে বোমা সরিয়ে নিয়ে যাওয়া হল, তাতে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যে কোনও সময় বোমা ফেটে যেতে পারত। সেটা হলে প্রাণহানির আশঙ্কা ছিল। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

নিজেরা ঝুঁকি না নিয়ে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিল পুলিশ!

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছের রাস্তায় দু'টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডের কোনও সদস্যকে নিয়ে আসা হয়নি। পুলিশকর্মীরা নিজেরাও ঝুঁকিপূর্ণ কাজ করতে চাননি। তাঁরা জোর করে সাধারণ মানুষকে দিয়ে বোমা উদ্ধার করান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বীরভূমের সিউড়ির আবদারপুরে উদ্ধার জোড়া তাজা বোমা।
শুক্রবার সকালে বীরভূমের সিউড়ির আবদারপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার করা হয়েছে জোড়া বোমা।
Read more Articles on
click me!

Recommended Stories

'সকালে জমা করব, আর বিকালে খরচ করে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর
অগ্নিগর্ভ ঢাকা, ঐতিহ্যবাহী ছায়ানটে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ | Bangladesh | Dhaka Unrest | India