
West Bengal News: খালি হাতে বালতি নিয়ে মাঠ থেকে তাজা বোমা তুলে নিয়ে নিষ্ক্রিয় করার জন্য সাধারণ মানুষ! ঠিক এই দৃশ্যই দেখা গেল বীরভূম জেলার সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আবদারপুরে। এদিন এক প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার হয় তাজা বোমা। উদ্ধার হওয়া বোমা নিজের হাতে সংগ্রহ করে বালতিতে ভরলেন সাধারণ মানুষ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশকর্মীরা উপস্থিত থাকলেও, বোমা উদ্ধারের কাজ পুলিশের বদলে নিজের হাতেই করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এমনকী একটি বালতিতে করে বোমা ভরতে দেখা যায় তাঁদের। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নির্দেশেই তাঁরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন। যদিও এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখযোগ্যভাবে, গত এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবদারপুর অঞ্চলে রাস্তার উপর পড়ে থাকতে দেখা গেল বোমা। এর আগেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দারা। বারবার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। শুক্রবার সকালে যেভাবে পুলিশকর্মীরা থাকা সত্ত্বেও বম্ব স্কোয়াডের বদলে খালি হাতে বালতি নিয়ে সাধারণ মানুষকে দিয়ে বোমা সরিয়ে নিয়ে যাওয়া হল, তাতে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যে কোনও সময় বোমা ফেটে যেতে পারত। সেটা হলে প্রাণহানির আশঙ্কা ছিল। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছের রাস্তায় দু'টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডের কোনও সদস্যকে নিয়ে আসা হয়নি। পুলিশকর্মীরা নিজেরাও ঝুঁকিপূর্ণ কাজ করতে চাননি। তাঁরা জোর করে সাধারণ মানুষকে দিয়ে বোমা উদ্ধার করান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।