West Bengal News: জলপাইগুড়িতে প্লাস্টিক জমা দিলেই মিলছে টাকা, স্কুলগুলিতে দারুন সাড়া

Published : Jul 08, 2025, 01:16 AM IST
Phthaletes in plastic containers

সংক্ষিপ্ত

West Bengal News: "প্লাস্টিক দাও, নগদ পুরস্কার নাও" - প্লাস্টিক দূষণ কমাতে জলপাইগুড়ি জেলাশাসকের অভিনব উদ্যোগ। নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

West Bengal News: জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এক অভিনব পরিবেশ সচেতনতা অভিযান — "প্লাস্টিক দাও, পুরস্কার নাও"। প্লাস্টিক দূষণ রোধে শহরবাসীর মানসিকতা বদলানো এবং ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যেই এই অভিনব পরিকল্পনা।

জেলাশাসক শমা পারভিন-এর তত্ত্বাবধানে বুধবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। শুধু পুরস্কারের লোভে নয়, বরং ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করার দায়বোধ থেকেই ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে এই কর্মসূচিতে।

উদ্দেশ্য কী?

জানা গিয়েছে, প্লাস্টিক মুক্ত করতে জলপাইগুড়ির জেলাশাসক শর্মা পারভিন এই উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, পরিবেশবান্ধব অভ্যাস এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলাই হবে উদ্দেশ্য।

"প্লাস্টিক দাও, নগদ পুরস্কার নাও" - কীভাবে হবে?

কোন পড়ুয়া কত প্লাস্টিক সংগ্রহ করে আনতে পারে, সেই হিসেবে রাখবে স্কুল। এমনকি এই প্লাস্টিক সংগ্রহের কার্যকলাপের ওপর নির্ভর করে পড়ুয়াদের দেওয়া হবে পুরস্কার। সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহকারী ছাত্রছাত্রী ও স্কুলকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। ব্লক অনুযায়ী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হবে।

যে স্কুল সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ করবে, তাদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা স্কুল পাবে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। আবার, প্রতি ব্লক থেকে যে তিনজন পড়ুয়া সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে, তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকরণ হিসেবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জেলাশাসক শমা পারভিন-এর তত্ত্বাবধানে বুধবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। শুধু পুরস্কারের লোভে নয়, বরং ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করার দায়বোধ থেকেই ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে এই কর্মসূচিতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?