
West Bengal Police: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন। কার্যত, বিরাট পরিবর্তন। রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল হতে চলেছে। ঠিক কী জানা যাচ্ছে (west bengal news live)?
নিঃসন্দেহে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল হচ্ছে। ইনটেলিজেন্স ব্যুরোর ডিজিপি পদে আসছেন নতুন অফিসার। এতদিন এই পদের দায়িত্ব সামলে আসা আইপিএস অফিসারকে পাঠানো হল ট্র্যাফিকের দায়িত্বে। সোমবার, নবান্নর তরফ থেকে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আসলে সামনের বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই যে রুটিন রদবদল হবে, সেটা স্বাভাবিক একটা বিষয়। কিছুদিন আগে আমলা পদেও একাধিক রদবদল করা হয়েছে। আর এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএসদের মধ্যেই মূলত হরদদল করা হল। প্রসঙ্গত, সিদ্ধনাথ গুপ্ত ছিলেন এসসিআরবি-র ডিজিপি।
এবার তাঁকে ইনটেলিজেন্স ব্যুরোর ডিজি পদে পাঠানো হল। আবার আইবি-র ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে পাঠিয়ে দেওয়া হল ট্র্যাফিক বিভাগের এডিজি এবং আইজিপি পদে। এই পদে এতদিন ছিলেন ড. রাজেশ কুমার সিং। কিন্তু তাঁকে এবার পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি পদে।
নবান্ন জানিয়েছে, রুটিন মাফিক এই রদবদলগুলি করা হয়েছে। যদিও তার নেপথ্যে আসল কারণ নিয়ে আইপিএস মহলেই আলোচনা শুরু হয়ে গেছে। অর্থাৎ, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। ইনটেলিজেন্স ব্যুরোর ডিজিপি পদে আসছেন এবার নতুন অফিসার। এতদিন এই পদের দায়িত্ব সামলে আসা আইপিএস অফিসারকে পাঠানো হল ট্র্যাফিকের দায়িত্বে। সোমবার, নবান্নর তরফ থেকে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আইবি-র ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে ট্র্যাফিক বিভাগের এডিজি এবং আইজিপি পদে দায়িত্ব দেওয়া হল। এই পদে এতদিন ছিলেন ড. রাজেশ কুমার সিং। তাঁকে পাঠিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি পদে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।