Subhaprasanna: 'আমার তো রুদালি নয়, যে কিছু হলেই দল বেঁধে কাঁদতে নেমে যাব', ভোট হিংসা নিয়ে ১৮০ ডিগ্রি উলটো কথা শুভাপ্রসন্নর

আগের বক্তব্যের থেকে একেবারে ১৮০ ডিগ্রি উলটো কথা বললেন শিল্পী। ভোট হিংসা থেকে প্রতিবাদ সব ক্ষেত্রেই আগের থেকে বেশ নরম সুর শুভাপ্রসন্নর।

Web Desk - ANB | Published : Jul 15, 2023 3:25 PM IST

ভোট হিংসায় রক্তপাত নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। গণতন্ত্রের উৎসবে এত রক্তপাত-হিংসার ঘটনায় গর্জে উঠেছিলেন তিনি। এমনকী প্রতিবাদয়ে পথে নামার হুমকিও শোনা যায় তাঁর মুখে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ভোলবদল। আগের বক্তব্যের থেকে একেবারে ১৮০ ডিগ্রি উলটো কথা বললেন শিল্পী। ভোট হিংসা থেকে প্রতিবাদ সব ক্ষেত্রেই আগের থেকে বেশ নরম সুর শুভাপ্রসন্নর।

ঠিক কী বলেছিলেন শিল্পী শুভাপ্রসন্ন?

সম্প্রতি ভোট হিংসা নিয়ে সুর চড়িয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'গণতন্ত্রের উৎসবে এত রক্ত কেন ঝড়বে? কেন এত প্রাণহানী?' এখানেই শেষ নয়, ঘটনায় তিনি লজ্জিত বলেও উল্লেখ করেছিলন তিনি। পাশাপাশি একসময় বাম সরকারের বিরোধীতায় রাস্তায় নামা শুভাপ্রসন্নের মুখে ফের পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারিও শোনা যায়। তাঁর কথায়,'সময় এসেছে মুক্তমনা বুদ্ধিজীবীরা একজোট হয়ে পথে নামার, আমার বিশ্বাস প্রচুর মানুষকে পাশে পাব। আমরা আবাড় মিছিল করতে পারি সংস্কৃতি বদলের মিছিল।'

এই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই একেবারে ১৮০ ডিগ্রি উল্টো কথা বললেন শুভাপ্রসন্ন। এমনকী ভোট হিংসায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে বলেও দাবি করেন তিনি। পালটে গেল প্রতিবাদের ভাষাও।

ঠিক কী বললেন শুভাপ্রসন্ন

শুভাপ্রসন্ন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট শক্ত হাতে সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন।' তিনি আরও বলেন,'আমরা যে সময় পথে নেমেছিলাম, সেই ভয়ঙ্কর দিন এখন আর নেই। ৪০ জন মারা যায়নি, বাড়িয়ে বলা হয়েছে। আমার তো রুদালি নয়, যে কিছু হলেই দল বেঁধে কাঁদতে নেমে যাব। আমাদের যা ভূমিকা তা সময় মতো পালন করব।'

Share this article
click me!