জয়ের মাঝে ঘাসফুল শিবিরের 'কাঁটা' বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, হিংসা দেখতে রাজ্যে চার প্রতিনিধি

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিসার ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বড় জয়ের মধ্যেও অস্বস্তি ঘাসফুল শিবিরে।

 

পঞ্চায়েত নির্বাচন ঘিরে এত সন্ত্রাস কেন? তা খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমহারই চার সদস্যের প্রতিনিধি দল নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই দলের প্রতিনিধিরা বুধবার রাজ্যে পৌঁছেছে। একদিকে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদে সবুজ ঝড়, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে হিংসায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তখনই বাংলায় পৌছেছে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। এদিনও ভাঙড়ে ভোট পরবর্তী সন্ত্রাসে তিন জনের মৃত্যু হয়েছে।

পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে প্রথম থেকেই সরব হয়েছিল বিজেপি। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী স দিল্লিতে দলের শীর্ষনেতাদের কাথে একাধিকবার নালিশও করেছিলেন। শেষপর্যন্ত সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রাক্তন চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও বিজেপির জাতীয় সহ-সভাপতি রেখা ভার্মা। বিজেপি সূত্রের খবর বুধবারের মধ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা কলকাতায় পৌঁছে যাবেন। প্রথম পর্যায়ে তারা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের কোথায় কোথায় কী ধরনের অশান্তি হয়ে তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেবেন তাঁরা। তারপরই রাজ্যে সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন।সূত্রের খবর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা মুর্শিদাবাদ, কোচবিহার, দুই ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করবেন।

Latest Videos

বিজেপি সূত্রের খবর, রাজ্যের একাধিক সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন। তাঁরা চলতি সপ্তাহের শেষেই রাজ্যের হিংসা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারেন জেপি নাড্ডার কাছে। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তৃণমূল - বিজেপি দুই শিবিরের কছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত নির্বাচন দুই দলের কাছেই সেমিফাইনাল। তবে এটাই প্রথম নয়, এর আগেও বিধানসভা ভোটের পরেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যে একাধিক এলাকা পরিদর্শন করে সন্ত্রাসের রিপোর্ট দিয়েছিল।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল , বিজেপির পাল্টা হিসেবে এবার মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মণিপুরে কেন ঘটনা হিংসার ঘটনা, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না - তা খতিয়ে দেখবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তৃণমূলের প্রতিনিধি দল শুক্রবারই রওনা দেবে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?