বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম! কি হবে আপনার রাজ্যের নতুন নাম বলতে পারবেন?

Published : Feb 05, 2025, 03:20 PM IST

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন, যা রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক বলে দাবি করেছেন। এই নাম পরিবর্তনের ফলে রাজ্যবাসীর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

PREV
111

আপনি কি জানেন যে রাজ্যের বাসিন্দা আপনি বদলে যাচ্ছে সেই রাজ্যের নাম। একদম সঠিক পড়েছেন।

211

আর কয়েকদিনের মধ্যেই এই রাজ্যের নাম আর পশ্চিমবঙ্গ থাকবে না। তা বদলে যাবে।

311

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাম বদলাতে ইচ্ছুক।

411

আর এই প্রসঙ্গে তৃনমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তা এই রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক।

511

২০১৮ সালেই বিধানসভায় এই প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু কেন্দ্র এই প্রস্তাবে রাজি না হওয়ায় তা বাতিল হয়।

611

সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন নামকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

711

এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের এই নতুন নাম (বাংলা) আমাদের রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক, এবং রাজ্যবাসীর আকাঙ্খা পূরণ হবে।

811

যেহেতু আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল ফলে বৈঠকে বর্ণঅনুসারে আমাদের রাজ্যের নাম আসে সবার শেষে।

911

ফলে আমাদের রাজ্যের সুবিধা অসুবিধা শোনার বিষয়ে অনেকেই বিশেষ মনযোগ মেলে না বলে দাবী।

1011

আর যদি এর পরিবর্তে রাজ্যর নাম পরিবরিত্ন করে বাংলা করা হয় তবে আমাদের রাজ্যের অদ্যাক্ষর হব বি। 

1111

এর ফলে তা বর্ণঅনুসারে প্রথমের দিকের তালিকায় উঠে আসবে। এতে আসলে লাভবান হবে রাজ্যবাসী।

click me!

Recommended Stories