তাপমাত্রার বদল ছাড়াই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা, অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী

আগামী কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশির দিকেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

হু হু করে ঢোকা জলীয় বাষ্পের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাতাসে ঘটেছে আর্দ্রতার বাড়বাড়ন্ত। এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচদিন দিনের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রাতের তাপমাত্রায় হালকা হেরফের হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে একই রকম চললেও দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে ১ ডিগ্রি। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Latest Videos

উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই মাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পার্বত্য বঙ্গে আগামী ২-৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় গত দু’একদিন হালকা বৃষ্টি হলেও এই দুই জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে, দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি চলবে। আগামী দু’তিনদিন বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশির দিকেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-

শনিবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, ভারতের কোন শহরে কত হল লেটেস্ট দর?
জীবনে টাকাকড়ি বাড়বে, নাকি খরচ হবে প্রচুর? হাতের রেখাতেই আঁকা রয়েছে আর্থিক লাভ-ক্ষতির অঙ্ক

প্রেমিকের গালে সপাটে চড় কষালেন তনুশ্রী চক্রবর্তী, কার্শিয়ং-এর পাহাড়ে সমীকরণের জট

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র