একলাফে তিনগুণ টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের! DA নিয়ে দারুণ খবর দিতে চলেছে নবান্ন?

একলাফে তিনগুণ টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের! ডিএ নিয়ে দারুণ খবর দিতে চলেছে নবান্ন?

Anulekha Kar | Published : Nov 20, 2024 4:30 PM IST / Updated: Nov 20 2024, 10:05 PM IST
17

দুর্দান্ত খুশির খবর! এক ধাক্কায় বেড়ে অনেকটা বেতন। খুশির ফোয়ারা সরকারি কর্মীদের মনে।

27

পুজোর সময় ৩ শতাংশ ভাতা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর রাজ্য সরকারি কর্মীদেরও ভাতা বাড়ানোর কথা শোনা গিয়েছিল কানাঘুঁষো। 

37

এবার টাকা বাড়ল রাজ্য সরকারি কর্মীদেরও। এবার ৫ শতাংশ টাকা বাড়িয়েছে রাজ্য। ফলে এক ধাক্কায় ৫০ শতাংশ হল ডিএ-র হার। তবে এই টাকা বাড়ল ত্রিপুরার কর্মীদের।

47

তবে কেন্দ্রের পথে এগোতে পারে রাজ্য সরকারও। সামনেই বিধানসভা ভোট,  তাই বেশ অনেকটা বেতন বাড়তে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদেরও।

57

ডিএ নিয়ে বহুদিন ধরেই সমস্যা চলছিল সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে। এবার সেই সমস্যারও সমাধান হতে পারে।

67

এমনিতেই সরাকরি কর্মীদের পাওনা টাকা ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এবার মিলবে বাড়তি ডিএ-ও।

77

সব মিলিয়ে আগামী বছরের শুরুতেই দারুণ খবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা বলেই অনুমান করা যাচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos