এক লাফে বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, উত্তরবঙ্গে হিমেল হাওয়া অব্যাহত

এরই মধ্যে মঙ্গলবার এক লাফে বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর।

Sahely Sen | Published : Nov 22, 2022 1:37 AM IST

সন্ধে থেকে ভোর পর্যন্ত জেলাস্তরে প্রায়ই থাকছে কুয়াশার প্রাদুর্ভাব। অধিকাংশ জেলায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে যথেষ্ট বেশি। এরই মধ্যে মঙ্গলবার এক লাফে বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার মধ্যে বিক্ষিপ্ত রয়েছে তাপমাত্রার পারদ। বেশিরভাগ জেলাতেই আজ আকাশ থাকবে পরিষ্কার মেঘমুক্ত। তবে, উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আজ বেশ বেশি রয়েছে।

২২ নভেম্বর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে।

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজও উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, জলপাইগুড়িতে পাওয়া যাবে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ।

বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে আজ আকাশ পরিষ্কার থাকবে, মেঘের আনাগোনা থাকবে কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং সর্বোচ্চ হতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এই মাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।


আরও পড়ুন-
কুয়াশায় কমে যাচ্ছে দৃশ্যমানতা, একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল করে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ
সর্দি কাশির পরেই বুকে যন্ত্রণা, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে
টুইটারে আর ‘নিষিদ্ধ’ নন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে আনলেন এলন মাস্ক

Share this article
click me!