সোমবার, বড়দিনের দিন কুয়াশাচ্ছন্ন ছিল দক্ষিণবঙ্গের আকাশ। প্রায় সমস্ত জেলাতেই পারদ ছিল ঊর্দ্ধমুখী।
29
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
39
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঠাণ্ডার আমেজ কিছুটা কম থাকবে। বছরের শেষে এসে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা।
49
আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, ওইদিন পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। চলতি সপ্তাহে কুয়াশার দাপট বজায় থাকবে।
59
দিন কয়েক আগেই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া- এই জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। এখন সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি।
69
আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের প্রথম দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। এই জেলাগুলিতে শীতের আমেজে ছেদ পড়বে।
79
বড়দিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং নূন্যতম ৫৩ শতাংশ। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলিতে ভোরের দিকে কুয়াশা হতে পারে।
89
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন অবস্থান বদল করেছে। ধীরে ধীরে সেটি আরও দক্ষিণে সরে গিয়েছে। এর একটা অংশ এখনও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
99
ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জলীয় বাষ্প যে পরিমাণে ঢুকছিল তা কয়েকদিনে কমতে পারে। জাঁকিয়ে ঠাণ্ডা না থাকলেও বাংলা থেকে শীতের আমেজ পুরোপুরি গায়েব হবে না।