গাড়ি কিনে টাকা গেছে খরচ হয়ে, আদালতেই হাপুস নয়নে কেঁদে ফেললেন ববিতা, টাকা ফেরতে চাইলেন সময়

বছর ঘুরতেই নতুন পাওয়া চাকরি চলে যাওয়ায় কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন ববিতা। 

পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী প্রাথমিক শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁর চাকরিটি ববিতা সরকারের পাওয়া কথা বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নিয়ম মতো, অঙ্কিতা অধিকারীর কাছ থেকে এত বছরের চাকরির বেতন স্বরূপ ১৫ লক্ষ টাকাও পেয়ে দিয়েছিলেন ববিতা। কিন্তু, বছর ঘুরতেই ঘনাল দুর্যোগ। সম্প্রতি শিক্ষক পদে প্রশিক্ষণ না থাকার দরুন রাজ্যের ৩২ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তালিকায় নাম রয়েছে ববিতা সরকারেরও। বছর ঘুরতেই নতুন পাওয়া চাকরি চলে যাওয়ায় কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন ববিতা।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন যে, ববিতা সরকারের চাকরিটি পাবেন অনামিকা বিশ্বাস রায়। এই কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন ববিতা। কার ভুলে তাঁর এই পরিণতি হল, তা তিনি জানেন না বলে মন্তব্য ববিতার। জয় করা মামলায় ঘুরেফিরে আবার তাঁকে হেরে যেতে হল দেখে হতভম্ব হয়ে যান তিনি। তবে, আদালতের রায় অনুযায়ী, ববিতার চাকরিটি শুধুমাত্র অনামিকা যে পাবেনই, এখানেই শেষ নয়। ববিতা চাকরি জীবনে এপর্যন্ত যত টাকা বেতন পেয়েছেন, সম্পূর্ণ টাকাটা অনামিকাকে ফেরত দিতে হবে। অর্থাৎ, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার কাছ থেকে পাওয়া ১৫ লক্ষ টাকাও তাঁকে ফেরত দিয়ে দিতে হবে।

ববিতা চাকরিতে যোগের পরই তাঁর একটি সার্টিফিকেট প্রকাশ্যে এসেছিল, যেটা দেখে শিলিগুড়ির বাসিন্দা অনামিকা বিশ্বাস রায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ববিতার অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ‘ভুল’-এর জন্যই ববিতা চাকরিটি পেয়েছেন। এই ভুল ব্যতীত প্রকৃতপক্ষে অনামিকারই চাকরি পাওয়ার উচিত। সেই লড়াইয়ে অবশেষে ববিতাকে হারিয়ে চাকরি পেলেন অনামিকা।

Latest Videos

মঙ্গলবার সেই মামলার শুনানির পর কান্নায় ভেঙে পড়েন ববিতা। তিনি বলেন, “অনেক প্রতিকুল পরিস্থিতিতে আমি লড়াই করে চাকরি পেয়েছি। এক বছর পর চাকরি কেড়ে নেওয়া মোটেও কাম্য নয়। কিন্তু ভুল আমার, না কমিশনের, সেটা আমি জানি না।” এতও লক্ষ টাকা একসাথে ফেরত দেওয়ার রায় শুনে ববিতা বিচারপতির কাছে জানিয়েছেন, এই মুহূর্তে ১১ লক্ষ টাকা ফেরত দিতে পারবেন তিনি। বাকি টাকার জন্য সময় দিতে হবে ৩ মাস। কেন তাঁর কাছে এই মুহূর্তে ৪ লক্ষ টাকা নেই?

৩৬ হাজারের মধ্যে স্বস্তিতে ৪ হাজার প্রাথমিক শিক্ষক, ববিতা সরকারের চাকরি পেলেন অনামিকা বিশ্বাস রায়

এর উত্তরে ববিতা জানিয়েছেন যে, অঙ্কিতার কাছ থেকে টাকা পেয়ে এবং তার সাথে সাথে চাকরিও পেয়ে যাওয়ায় তিনি একটি গাড়ি কিনে নিয়েছিলেন। সেই গাড়ির কারণেই তাঁর কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে।

আরও পড়ুন-
‘অধিকাংশ ডিভোর্স প্রেম করে বিয়ের ক্ষেত্রেই হয়’, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলায় রাজ্যের হার, প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুতে ‘সুপ্রিম’ হস্তক্ষেপ নয়
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আগ্রহী থাকলেও অস্ট্রেলিয়ায় কোয়াড বৈঠক আপাতত স্থগিত: অ্যান্থনি অ্য়ালবানিজ

 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)