
WB Weather Forecast Update: নিম্নচাপ বাংলাদেশে চলে গিয়েছে। শক্তি এখনও অটুট রয়েছে। তবে বঙ্গে এখনই দুর্যোগ কাটছে না। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানুন শনিবারের ওয়েদার আপডেট। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যারফলে এখন এর অবস্থান উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায়। তবে এটি আরও শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে। এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে আর কোনও প্রভাব নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Today Weather News)।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কিছুক্ষণের জন্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় বাড়বে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি রয়েছে। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি ভাব বজায় থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং শহর সহ উপরের পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ফসলের ক্ষতি হতে পারে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ২ জুন সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipur Metrological Department)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।