কলকাতার আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা, শান্ত আবহাওয়ায় জমাট বাঁধছে কুয়াশা

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।

আবহাওয়া শুষ্ক থাকলেও নভেম্বরে প্রায় প্রত্যেকদিনই রাত বাড়ার সাথে সাথে বাতাসে বেড়ে যাচ্ছে কুয়াশার ঘনত্ব। ভোরের দিকে বেশ ভালোরকমই অস্পষ্ট থাকছে চারপাশের দৃশ্যমানতা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অধিকাংশ জেলাতেই কুড়ির ঘরের নিচে চলছে তাপমাত্রার পারদ।

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬, স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Latest Videos

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কালিম্পঙের তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। কালিম্পং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবনের রিপোর্ট। যা বেলা বাড়ার সাথে সাথে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি।

বাঁকুড়া এবং বর্ধমানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, মালদহ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের মধ্যে আজ নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। মেদিনীপুর জেলার তাপমাত্রা গতকালের চেয়ে কম। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়া পর্যন্ত পৌঁছতে পারে। আকাশ হালকা মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহান্তে বঙ্গের তাপমাত্রা ভালোরকমই কমে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানা গেছে।

আরও পড়ুন-
গুঞ্জনে দাঁড়ি টানলেন ঘনিষ্ঠ বন্ধু, সানিয়া-শোয়েব সম্পর্কের জল্পনায় আইনি শিলমোহর
‘তৃণমূলের বদনাম করলে কর্মীরা তার ডোজ দিতে জানে,’ কামারহাটির মঞ্চ থেকে হুঁশিয়ারি মদন মিত্রের
মুর্শিদাবাদে তরুণীদের ‘লেসবিয়ান’ তকমা দিয়ে ধর্ষণের চেষ্টা, যৌনাঙ্গে গরম রডের ছেঁকা

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today