
West Bengal Weather News Today : আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal Weather News Today : পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে ৪০-৫০ কিমি বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সোমবারও একই ধরণের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও মালদা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং ও কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গেও বেশ কিছু নিচু অঞ্চলে নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠেছে। ফলে আগামী সপ্তাহে নতুন করে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।