Weather Update: প্রবল গরমে স্বস্তি, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Published : Mar 30, 2024, 01:32 PM ISTUpdated : Mar 30, 2024, 02:44 PM IST
Rain

সংক্ষিপ্ত

চৈত্রের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গের মানুষ প্রবল গরমে সমস্যায় পড়েছেন। কলকাতা-সহ বিভিন্ন জেলায় পারদ চড়ছে। তবে এরই মধ্যে সাময়িক স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। রবিবারও চলবে বৃষ্টি। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে শনিবার ও রবিবার রাজ্যের মানুষের সাময়িক স্বস্তি হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের বদলে যেতে চলেছে। এপ্রিল, মে, জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও, তাপমাত্রা কমবে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে মানুষ স্বস্তি পাচ্ছেন না। চৈত্রর শুরু থেকেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে। ফলে ঘাম ও অস্বস্তি হচ্ছে। আগামী কয়েকদিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে অস্বস্তি বজায় থাকবে।

ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে। তবে বাতাসের গতিবেগ খুব বেশি থাকবে না। ফলে ঝোড়া বাতাসে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। বৃষ্টির ফলে চাষবাসের ক্ষতি হওয়ার আশঙ্কাও কম। ফলে শনিবার ও রবিবার বৃষ্টি হলে কিছুটা স্বস্তি পেতে পারেন মানুষ। তবে ২ সপ্তাহ পরেই সরকারিভাবে গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে। তখন আর স্বস্তি পাওয়া যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আসতে চলেছে লা নিনা! বদলে যাবে আবহাওয়া-মে থেকেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Update: কলকাতায় কী আরও বাড়বে তাপমাত্রা? দেখে নিন কী জানাচ্ছে আবহাওয়া অফিস

কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে জ্বালাপোড়া গরম? দিনের শুরুতেই দেখে নিন আজকের আবহাওয়ার খবর

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: 8th Pay Coommission - অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট