পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রান্নায় ব্যবহার করা হয় সর্ষের তেল। ফলে সর্ষের তেলের দাম কমলে কোটি কোটি মানুষের লাভ হতে পারে।
২৮ কোটি টাকার বিনিময়ে বিখ্যাত ভোজ্য তেলের ব্র্যান্ড আরতি অধিগ্রহণ করল কলকাতার সংস্থা অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেড। এই অধিগ্রহণের মাধ্যমে প্রথমবার ভোজ্য তেলের ব্যবসায় পা রাখল অন্নপূর্ণা স্বাদিষ্ট। সারা দেশ মিলিয়ে ভোজ্য তেলের ব্যবসার পরিমাণ ৩ লক্ষ কোটি টাকার। কিন্তু আর আর প্রোটিনস অ্যান্ড অ্যাগ্রো সংস্থার জনপ্রিয় ব্র্যান্ড আরতি থাকলেও, এই সংস্থা ঠিকমতো ব্যবসা করতে পারছিল না। সেই কারণেই এবার আরতি ব্র্যান্ড অধিগ্রহণ করল অন্নপূর্ণা স্বাদিষ্ট। এই সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উৎপাদন কেন্দ্রের খরচ-সহ এই অধিগ্রহণের মোট মূল্য ২৮ কোটি টাকা। এই চুক্তির মাধ্যমে যাবতীয় সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে। সংস্থার যে অর্থ আছে, তার মাধ্যমেই এই অধিগ্রহণের বেশিরভাগ খরচ মেটানো হবে। বাকি খরচ মেটানো হবে ঋণ থেকে পাওয়া অর্থের মাধ্যমে। এই সংস্থার পরিচালন সমিতি অধিগ্রহণের বিষয়টি অনুমোদন করলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
সর্ষের তেলের দাম কমার আশায় বাংলা
আরতি ব্র্যান্ড অধিগ্রহণের বিষয়ে অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রীরাম বাগলা বলেছেন, ‘আমাদের বিশ্বাস, এই অধিগ্রহণের ফলে আমাদের সংস্থা লাভবান হবে। আমাদের সংস্থার বাণিজ্যিক কৌশলের সঙ্গে এই চুক্তি খাপ খেয়ে যাচ্ছে। আমরা শহরতলি ও গ্রামীণ অঞ্চলে প্যাকেজড ফুড ইন্ডাস্ট্রিতে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য তৈরি হচ্ছি।’
আরতি ব্র্যান্ডের জনপ্রিয়তা বজায় রাখার আশায় অন্নপূর্ণা স্বাদিষ্ট
আরতি ব্র্যান্ডের বিক্রি যথেষ্ট। এবার অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেড এই ব্র্যান্ড অধিগ্রহণ করার পর জনপ্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। ৬ দশক ধরে এই ব্র্যান্ড জনপ্রিয়। এবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং অন্যান্য রাজ্যে আরতি ব্র্যান্ডের বিক্রি বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাগলা। তিনি বাণিজ্যিক সাফল্যের বিষয়ে আশাবাদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Cooking Oil: শুধু সরষের তেল নয় সুস্থ থাকতে রান্নাঘরে প্রয়োজন এই তেলগুলিরও
সরষের তেলে মিশিয়ে নিন এই কয়েকটি উপাদান, নিয়মিত ম্যাসাজে একেবারে উধাও হবে খুশকি
শনিবার মাথায় সরষের তেল মাখুন, কেটে যাবে এই বিশেষ গ্রহ দোষ, জেনে নিন কী করবেন