উত্তরের হাওয়া বাধা পাচ্ছে, আর বাড়ছে তাপমাত্রা। রাজ্যজুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য কোনও আবহাওয়াজনিত পরিবর্তন নেই। দক্ষিণ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে ঘন থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। ফলে সকালের দিকে যান চলাচলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।