- Home
- West Bengal
- Kolkata
- বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
Amit Shah Visit Bengal: বাংলায় বিধানসভা নির্বাচনের আর পাঁচমাসও বাকি নেই। বছর ঘুরলেই বেজে যাবে ভোটের দামামা। তার আগে বুথ লেভেল কতটা শক্তপোক্ত গেরুয়া শিবিরের তা খতিয়ে দেখতে ফের বঙ্গ সফরে আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। বিশদ জানতে দেখুন ফটো গ্যালারি…

পশ্চিমবঙ্গ সফরে ফের আসছেন অমিত শাহ
ভোট বড় বালাই! এসআইআর আবহে দেশজুড়ে বিজেপির পালে হাওয়া শক্তিশালী করতে এবার বছর শেষের আগে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গ সফরে তার ডেপুটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৯-৩০ ডিসেম্বর কলকাতায় পা রাখতে পারেন অমিত শাহ।
নির্বাচনী রণকৌশল তৈরি শাহের?
আর ঠিক কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটবঙ্গে বিজেপির বুথ লেভেল নেতৃত্ব কতটা শক্তিশালী তা খতিয়ে দেখতে শাহের এই সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বিজেপি সূত্রে খবর, বছর শেষের আগে রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তবে বৈঠকে কারা কারা থাকবেন এবং কোথায় বৈঠক হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানা যায়নি।
এসআইআর আবহে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
এদিকে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর ইস্যুতে গত কয়েক দিন ধরেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি সূত্রে খবর, ভোটের আগে বাংলায় গেরুয়া শিবিরের রাজনৈতিক রণকৌশল ঠিক করতে শাহের এই সফর। বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা।
কী বার্তা দেবেন অমিত শাহ?
যদিও বৈঠক থেকে কী বার্তা দিতে চলেছেন সেই বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। বিজেপি সূত্রে খবর, এসআইআর নিয়ে আলোচনা সহ বুথ লেভেল কতটা শক্তিশালী তা খতিয়ে দেখবেন অমিত শাহ। এছাড়াও কোন পথে বা কোন কোন ইস্যু তুলে ধরলে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির পালে বেশি হাওয়া জোগাবে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা হতে পারে।
মোদীর পর বঙ্গ সফরে ডেপুটি শাহ
এদিকে শনিবারই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদীয়ার তাহেরপুরে দুটি সভা করবেন তিনি। একটি প্রশাসনিক। যেখান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন এবং অন্যটি রাজনৈতিক। তবে আজকের সভা থেকে মোদী কী বার্তা দেন এবং বছর শেষের আগে বঙ্গ সফরে এসে শাহের বৈঠকে কী কী ইস্যুতে আলোচনা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

