প্রতি মাসে গড়ে ১৮০০ কোটি পাবে বাংলা! প্রত্যেক পঞ্চায়েতে মদের দোকান তৈরি করবে মমতার সরকার

নতুন বছরে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যেক পঞ্চায়েতে অন্তত একটি করে মদের দোকান খোলা। রিপোর্ট বলছে গত বছর প্রত্যেক মাসে মদ বিক্রি করে আয় হয়েছে ১৮০০ কোটি টাকা। এবার ২০২৫ সালে সেই রেকর্ড ভাঙতে চাইছে রাজ্য!

Parna Sengupta | Published : Jan 21, 2025 3:03 PM
112

মদ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে রাজ্য (West Bengal)। তাই এবার নতুন বছরেই অর্থাৎ ২০২৫ সালে প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খুলে নতুন রেকর্ড গড়তে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

212

নতুন করে প্রত্যেকটি পঞ্চায়েতে অন্তত একটি করে সরকার অনুমোদিত মদের দোকান চাই রাজ্যের!

312

গোটা রাজ্যে (West Bengal) সরকার অনুমোদিত এমন মদের দোকান রয়েছে মোট ৭ হাজার ৭৪৬ টি যার মধ্যে পঞ্চায়েত এলাকায় রয়েছে ৩ হাজার ৩৩৯ টি দোকান।

412

যদিও এখনও পর্যন্ত সব মদের দোকান তৈরি হয়নি। এই কাজ শেষ হলে মদ বিক্রি করে আরও আয় বাড়বে বলেই আশাবাদী রাজ্য সরকার।

512

গোটা রাজ্যে মদের দোকান খোলা,মদ বিক্রি,মদ থেকে আয় এই পুরো প্রক্রিয়াতে গতি আনতে ২০১৭ সালে তৈরি হয়েছিল ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড।

612

ওই নিগম সূত্রে খবর গত বছর অর্থাৎ ২০২৪ সালে শুধুমাত্র মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছে ৩ হাজার ৬১৮ কোটি টাকা।

712

আগের বছর এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা। অর্থাৎ প্রত্যেক বছর মদ বিক্রি করে আয় বাড়ছে।

812

রাজ্যের (West Bengal) আফগারি দপ্তর সূত্রে খবর গত ২৪ থেকে ৩১ ডিসেম্বর ৬৫৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২০২৪ সালে সারা বছরে রাজ্যের মদ বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে মোট ২১ হাজার কোটি টাকা।

912

সরকারি বাজেটে এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ২১ হাজার ৮৪৬ কোটি টাকা। আর্থিক বছরের শেষ তিন মাসে সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই পেরোনো যাবে বলেই আশাবাদী আবগারি দপ্তর।

1012

এত আয় হওয়া সত্ত্বেও রাজ্যে (West Bengal) আরও মদের দোকান দরকার বলে মনে করছে সরকার। আগামী এপ্রিল মাসের আগেই এই সমস্ত দোকান খুলে ফেলা হবে বলে জানা যাচ্ছে।

1112

রাজ্যে মদের দোকান স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি কলকাতায়। তার মধ্যে দক্ষিণ কলকাতায় ৪০৫টি আর জেলা গুলির মধ্যে মদের দোকানের সংখ্যা সবার আগে রয়েছে পূর্ব বর্ধমান।

1212

এখানে মোট ৪৩৯ টি মদের দোকান আছে। তারপরে পাশের জেলা পশ্চিম বর্ধমান। সেখানে সংখ্যার নিরিখে মদের দোকান আছে ৪১৮ টি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos