আগামী ৬ এপ্রিল রাম নবমী। বর্তমানে এই রাজ্যে রাম নবমী একটি গুরুত্বপূর্ণ ইস্যু। রমরমা বেড়েছে।
210
বিজেপিই মুখ
রাম নবমীর জনপ্রিয়তা বাড়ার কারণ কিন্তু বিজেপি, বিজেপি নেতা ও কর্মীদের একাধিক কর্মসূচি।
310
সরাসরি নেই বিজেপি
যদিও রাম নবমীর কর্মসূচিতে বিজেপি কখনই সরাসরি যুক্ত হয় না। কিন্তু দলের নেতা কর্মীরা একাধিক কর্মসূচি গ্রহণ করেন। নিজের নিজের এলাকায়।
410
আগামী বছর ভোট
আগামী বছর বিধানসভা নির্বাচন। যার কারণ এখন থেকেই ঘর গোছাতে চাইছে বিজেপি। আর সেই কারণে রাম নবমীকেও জোর দিচ্ছে।
510
শক্তিপ্রদর্শন
রামনবমী উদ্যাপন ঘিরে রাজ্য জুড়ে বেনজির শক্তিপ্রদর্শনের পরিকল্পনা করেছে বিজেপি। যদিও নেতারা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই বলেননি।
610
থমকে বাকি কর্মসূচি
রবিবার সল্টলেকে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা শুভেন্দু অধিকীর জানিয়েছেন রাজ্য বিজেপি একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথে নামবে। কিন্তু এখন নয়, রাম নবমীর পরে। অর্থাৎ ৬ এপ্রিলের পরে।
710
রাম নবমী নিয়ে সাবধানী বিজেপি
বিধানসভায় বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, দলগতভাবে বিজেপি রাম নবমী নিয়ে কোনও অনুষ্ঠান করছে না। রাম নবমী উদযাপন সমিতি রয়েছে। সেখানে বিজেপি সদস্যরাই প্রথম সারিতে। বিজেপির নিচু তলার কর্মীরা ব্যস্ত রয়েছে।
810
রাম নবমীর শোভাযাত্রা
বিজেপি সূত্রের খবর, সরাসরি বিজেপি নেই রাম নবমীর অনুষ্ঠানে কিন্তু জন সংঘ বা আরএসএস-এর মত সংগঠনগুলি সক্রিয় থাকে। সেখানেই কাজ করেন বিজেপির সদস্যরাই। তাদের ঘাড়েই থাকে গুরুদায়িত্ব।
910
শোভাযাত্রায় নজর
বিজেপি সূত্রেক খবর রাম নবমীর শোভাযাত্রায় জোর দিতে বলা হয়েছে দলের নেতা আর কর্মীদের। শোভাযাত্রার বহর বাড়ানোই উদ্দেশ্য।
1010
কর্মীদের ছাড়
বিজেপির এক নেতার কথায় রাম নবমীর কারণে দলের নেতা ও কর্মীদের অন্য কোনও কর্মসূচিতে রাখা হচ্ছে না। বাকি কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। মন দিতে বলা হয়েছে রাম নবমীর অনুষ্ঠানে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপি জানিয়েছে দলের পক্ষ থেকে রাম নবমীর অনুষ্ঠান বা শোভাযাত্রা বার করা হয় না।