7th Pay Commission: কবে গঠিত হবে পে কমিশন? রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ খবর, বেতন হবে দ্বিগুণ?

রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠিত হতে চলেছে। পুজোর আগেই ঘোষণার সম্ভাবনা, কার্যকর হলে বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। বর্তমানে ষষ্ঠ পে কমিশন চালু আছে।
Sayanita Chakraborty | Updated : Mar 28 2025, 08:27 AM IST
110

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ- সব প্রায়শই উঠে আসে খবরে। এই নিয়ে সকলের আগ্রহের শেষ নেই।

210

তেমনই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ নিয়ে জল্পনাও হয় বিস্তর।

410

কদিন আগে কেন্দ্র অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে। যার দরুন ১ জানুয়ারি ২০২৬ থেকে বাড়বে বেতন।

510

এরই মাঝে জল্পনা চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে।

610

বহুদিন ধরে সপ্তম পে কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। এবার নিয়ে মিলল নিশ্চিত খবর।

710

সপ্তম পে কমিশনের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। সূত্রের খবর, পুজোর আগেই ঘোষণা করা হবে সপ্তম পে কমিশন গঠনের কথা।

810

সপ্তম পে কমিশন কার্যকর হলে বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে। প্রায় দ্বিগুণ বাড়তে পারে কর্মীদের বেতন।

910

বর্তমানে এ রাজ্য চালু আছে ষষ্ঠ পে কমিশন। যা গঠিত হয়েছিল ২০১৫ সালে। আর কার্যকর হয় ২০১৯ সালে।

1010

মূল্যবৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হয়। সেই নিরিখে এবার সপ্তম পে কমিশন গঠিত হবে রাজ্যে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos