রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ- সব প্রায়শই উঠে আসে খবরে। এই নিয়ে সকলের আগ্রহের শেষ নেই।
তেমনই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে ডিএ নিয়ে জল্পনাও হয় বিস্তর।
বর্তমানে খবরের শিরোনামে সপ্তম পে কমিশন। শোনা যাচ্ছে, রাজ্য সরকারী কর্মীদের জন্য গঠিত হবে সপ্তম পে কমিশন।
কদিন আগে কেন্দ্র অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে। যার দরুন ১ জানুয়ারি ২০২৬ থেকে বাড়বে বেতন।
এরই মাঝে জল্পনা চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে।
বহুদিন ধরে সপ্তম পে কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। এবার নিয়ে মিলল নিশ্চিত খবর।
সপ্তম পে কমিশনের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। সূত্রের খবর, পুজোর আগেই ঘোষণা করা হবে সপ্তম পে কমিশন গঠনের কথা।
সপ্তম পে কমিশন কার্যকর হলে বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে। প্রায় দ্বিগুণ বাড়তে পারে কর্মীদের বেতন।
বর্তমানে এ রাজ্য চালু আছে ষষ্ঠ পে কমিশন। যা গঠিত হয়েছিল ২০১৫ সালে। আর কার্যকর হয় ২০১৯ সালে।
মূল্যবৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হয়। সেই নিরিখে এবার সপ্তম পে কমিশন গঠিত হবে রাজ্যে।
Sayanita Chakraborty