DA Update: এপ্রিলেই মহার্ঘ ভাতা নিয়ে জোড়া সুখবর! আর মাত্র ৪ দিনের অপেক্ষা সরকারি কর্মীদের

Published : Mar 28, 2025, 11:49 AM IST

DA Update: আর মাত্র চার দিন। তারপরই কার্যকর হবে ৪ শতাংশ ডিএ। অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টেও শুনানি ২২ এপ্রিল। 

PREV
110
বর্ধিত ডিএ

বাজেটে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

210
কার্যকর হবে

কার্যকর হবে আগামী ১ এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার থাকে। হাতে মাত্র আর চারদিন।

410
সুপ্রিম কোর্টে আটকে মামলা

সুপ্রিম কোর্টে আটকে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। পরবর্তী শুনানি ২২ এপ্রিল।

510
আশা রাজ্য সরকারি কর্মীদের

এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের কাছে এপ্রিল মাসটি বড়ই আশার। কারণ রাজ্যের সরকারি কর্মীদের একাংশের ধরনা পরবর্তী শুনানিতেই কাটতে পারে ডিএ জট।

610
এপ্রিলের আশায় রাজ্যের সরকারি কর্মীরা

এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পাশাপাশি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি মাত্র এক মাসের মধ্যেই। তাই এপ্রিলেই আশার আলো দেখছেন সরকারি কর্মীরা।

710
সুপ্রিম কোর্টে মামলা

এবার ডিএ মামলায় সবপক্ষের আবেদন মেনে নিয়ে সুপ্রিম কোর্টেও মামলাটিকে টপ অব দ্যা বোর্ড তালিকায় রেখেছে। তাতেই রাজ্য সরকারি কর্মীদের আশা গুরুত্ব দিয়ে মামলা শোনা হবে।

810
সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতা। কিন্তু তাতে রাজি নয় রাজ্য সরকার।

910
কেন্দ্র রাজ্য ফারাক

৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করায় রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পায়। তাই ৩৫ শতাংশ ডিএ-র ফারাক রয়েছে।

1010
প্রতিবাদ কর্মসূচি

বকেয়া ডিএর দাবিতে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আগামী ৭-৯ এপ্রিল প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে তৃণমূল ঘনিষ্ট সরকারি কর্মীরা মমতাতে স্বাগত জানিয়েছে।

click me!

Recommended Stories