মৃত তরুণীর দেহের পাশে সেদিন কারা ছিলেন? কেন এত ভিড় ছিল সেমিনার রুমে, ছবি-সহ নাম প্রকাশ করল পুলিশ

Published : Aug 31, 2024, 08:49 AM ISTUpdated : Aug 31, 2024, 09:06 AM IST
RG Kar

সংক্ষিপ্ত

মৃত তরুণীর দেহের পাশে সেদিন কারা ছিলেন? কেন এত ভিড় ছিল সেমিনার রুমে, ছবি দিয়ে নাম প্রকাশ করল পুলিশ

আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরে সেমিনার রুমে যাতায়াত করেছেন একাধিক ব্যক্তি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটা ভিডিও যেখানে তরুণী চিকিৎসকের দেহের পাশে ভিড় জমাতে দেখা গিয়েছে। এরপর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় সমাজ মাধ্যম। কীভাবে প্লেস অফ অকারেন্সে এমন অবারিত যাতায়াত করা সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এ ছাড়াও প্রশ্ন লোপাটের জন্যেই এত লোকের আনাগোনা বলেই অনুমান করছেন অনেকে।

তবে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তার চারপাশে ৪০ ফুট জায়গা রাখাছিল বলেই দাবি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

ঘটনাস্থলে তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকরাই একমাত্র ছিল বলেই এদিন দাবি করেছেন ইন্দিরা মুখোপাধ্যায়। এ ছাড়াও নির্যাতিতার দেহের কাছে কারা কারা ছিলেন সেই পরিচয়ের তালিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে যে ছবি দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে সাদা কাপড় দিয়ে সেমিনার রুমের ওই অংশটি আড়াল করা ছিল। এই কাপড়ের আশেপাশে যাদের দেখা গিয়েছে তাঁরা হলেন কলকাতা পুলিশের নগরপাল। এ ছাড়াও দেখা গিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ, পুলিশের ভিডিওগ্রাফার, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞকে। এ ছাড়াও ছবিতে দেখা গিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন মহিলা চিকিৎসককে৷ পুলিশের তরফে এদিন আরও দাবি করা হয়, আরজি কর কাণ্ডের তদন্তে কোনও প্রমাণ লোপাট করার চেষ্টা হয়নি।

                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর