'আর জি কর: বিচার চাই,' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিকিৎসকের প্রেসক্রিপশন

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচারের দাবিতে সরব সারা দেশ। বিশেষ করে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Soumya Gangully | Published : Aug 30, 2024 3:15 PM IST / Updated: Aug 30 2024, 09:26 PM IST

প্রেসক্রিপশনে রোগের ধঝরন অনুযায়ী ওষুধ-পথ্য লেখা। তারই পাশে রাবার স্ট্যাম্পে লেখা রয়েছে, ‘আর জি কর: বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই। We Want Justice.’ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চিকিৎসক দেবব্রত রায়ের এই বিশেষ প্রেসক্রিপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজ্যের সব সরকারি হাসতাপাতালের জুনিয়র ডাক্তাররা আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক, চিকিৎসাকর্মীরাও আন্দোলনে সামিল হয়েছেন। এরই মধ্যে রায়গঞ্জের এই চিকিৎসকের অভিনব প্রতিবাদ নজর কেড়ে নিয়েছে। রায়গঞ্জের উকিলপাড়ায় নিজের চেম্বারে রোগী দেখেন এই চিকিৎসক। আর জি করের ঘটনার প্রতিবাদে তিনি বিশেষ রাবার স্ট্যাম্প তৈরি করেছেন। সব প্রেসক্রিপশনেই আর জি করের ঘটনার বিচারের দাবি জানাচ্ছেন এই চিকিৎসক।

দেবব্রতর প্রতিবাদে সামিল হবেন অন্যান্য চিকিৎসকরা?

Latest Videos

একজন চিকিৎসক হিসেবে নিজের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিবাদ জারি দেবব্রতর। তাঁর আশা, অন্যান্য চিকিৎসকরাও একইভাবে প্রতিবাদে সামিল হবেন। তবে আন্দোলন চললেও, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেবব্রত। তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও এই মামলার কিনারা হয়নি। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু তারপরেও তদন্তের অগ্রগতি দেখা যাচ্ছে না। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করে চলেছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। এই কারণে কিছুটা হতাশ দেবব্রত।

আর জি করের বিচার পাওয়া যাবে?

রাজ্যের বিভিন্ন অংশের মানুষ আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চেয়ে পথে নামছেন। কিন্তু তদন্ত যেভাবে দীর্ঘায়িত হয়ে চলেছে, তাতে আদৌ বিচারের দাবি পূরণ হবে কি না, সে বিষয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আন্দোলনের জেরে সরতে হয়েছিল সন্দীপ ঘোষকে, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ শুভ্র মিত্র

সায়ন গ্রেফতার হলে সন্দীপকে ছাড় কেন? কলকাতা পুলিশকে চেপে ধরল হাইকোর্ট

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি