আরজিকরের তদন্তে মিনাক্ষীকে ডাক কেন CBI-এর? 'পরে ডাকলেও আসব' সিজিও থেকে বেরিয়ে আর কী বললেন বাম যুবনেত্রী?

আরজিকরের তদন্তে মিনাক্ষী ডাক কেন CBI-এর? 'পরে ডাকলেও আসব' সিজিও থেকে বেরিয়ে আর কী বললেন বাম যুবনেত্রী?

Anulekha Kar | Published : Sep 19, 2024 9:57 AM IST / Updated: Sep 19 2024, 03:29 PM IST

আরজিকরকাণ্ডে এবার মিনাক্ষী মুখোপাধ্যায়কে জেরা করল সিবিআই। তরুণীর ধর্ষণ ও খুনের তদন্তে সাহায্য করতেই তিনি সিজিও কমপ্লেক্সে যান বলে জানান মিনাক্ষী। এরপরও তদন্তের স্বার্থে তাঁকা ডাকা হলে তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়।

তবে ঠিক কোন কারণে তাঁকে ডাকা হল তা এখনও জানানি বাম যুবনেত্রী। এ প্রসঙ্গে জেরার পরে সিজিও থেকে বেরিয়ে মিনাক্ষী সাংবাদিকদের জানান, " নির্যাতিতার খুনের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের মানুষ লড়ছে। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, তার জন্য তদন্তে সাহায্য করার জন্যেই আমায় ডাকা হয়েছিল। আমি সেই সাহায্য করেছি।"

Latest Videos

অন্যদিকে গত ১৪ অগাস্ট আরজিকরে হামলার রাত্রে DYFI-এর পতাকা নিয়েও বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল। সেই ঘটনা তথ্যলোপাটের চেষ্টা বলেও অনুমান করছে সিবিআই। এই কারণেই কী ডাকা হয় তাঁকে?

মিনাক্ষী সাংবাদিকদের আরও জানান, " নির্যাতিতার দোষীর শাস্তি দেওয়ার জন্য যাতে তদন্তে সুবিধা হয় তার জন্যেই আমায় ডাকা হয়। এই নৃশংস ঘটনার চাপা দেওয়ার চেষ্টা, আন্দোলনকারীদের দমন করার চেষ্টা হচ্ছে। আমরা চাই দোষীরা শাস্তি পাক। তদন্ত সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের যে কারণে ডাকা হয়েছিল, আমি তাঁদের সেই বিষয় সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ চাইছে দোষীরা শাস্তি পাক"

উল্লেখ্য ৯ অগাস্ট আরজিকর হাসাপাতালে সেমিনার রুমে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণী চিকিৎসককে। তারপরেই উত্তাল হয়ে যায় বঙ্গ। এরপর সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে সিবিআই। তারপরেও থেমে থাকেনি জনতা এই ঘটনা যে কোনও একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় সেই দাবিতে শুরু হয়ে যায় বিক্ষোভ। পরে তদন্তভার হাতে যায় সিবিআইয়ের। এরপর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য লোপাটের অভিযোগে গ্রেফতার করে সিবিআই।

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman