আরজিকরের তদন্তে মিনাক্ষীকে ডাক কেন CBI-এর? 'পরে ডাকলেও আসব' সিজিও থেকে বেরিয়ে আর কী বললেন বাম যুবনেত্রী?

আরজিকরের তদন্তে মিনাক্ষী ডাক কেন CBI-এর? 'পরে ডাকলেও আসব' সিজিও থেকে বেরিয়ে আর কী বললেন বাম যুবনেত্রী?

আরজিকরকাণ্ডে এবার মিনাক্ষী মুখোপাধ্যায়কে জেরা করল সিবিআই। তরুণীর ধর্ষণ ও খুনের তদন্তে সাহায্য করতেই তিনি সিজিও কমপ্লেক্সে যান বলে জানান মিনাক্ষী। এরপরও তদন্তের স্বার্থে তাঁকা ডাকা হলে তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায়।

তবে ঠিক কোন কারণে তাঁকে ডাকা হল তা এখনও জানানি বাম যুবনেত্রী। এ প্রসঙ্গে জেরার পরে সিজিও থেকে বেরিয়ে মিনাক্ষী সাংবাদিকদের জানান, " নির্যাতিতার খুনের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের মানুষ লড়ছে। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, তার জন্য তদন্তে সাহায্য করার জন্যেই আমায় ডাকা হয়েছিল। আমি সেই সাহায্য করেছি।"

Latest Videos

অন্যদিকে গত ১৪ অগাস্ট আরজিকরে হামলার রাত্রে DYFI-এর পতাকা নিয়েও বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল। সেই ঘটনা তথ্যলোপাটের চেষ্টা বলেও অনুমান করছে সিবিআই। এই কারণেই কী ডাকা হয় তাঁকে?

মিনাক্ষী সাংবাদিকদের আরও জানান, " নির্যাতিতার দোষীর শাস্তি দেওয়ার জন্য যাতে তদন্তে সুবিধা হয় তার জন্যেই আমায় ডাকা হয়। এই নৃশংস ঘটনার চাপা দেওয়ার চেষ্টা, আন্দোলনকারীদের দমন করার চেষ্টা হচ্ছে। আমরা চাই দোষীরা শাস্তি পাক। তদন্ত সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের যে কারণে ডাকা হয়েছিল, আমি তাঁদের সেই বিষয় সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ চাইছে দোষীরা শাস্তি পাক"

উল্লেখ্য ৯ অগাস্ট আরজিকর হাসাপাতালে সেমিনার রুমে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণী চিকিৎসককে। তারপরেই উত্তাল হয়ে যায় বঙ্গ। এরপর সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে সিবিআই। তারপরেও থেমে থাকেনি জনতা এই ঘটনা যে কোনও একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় সেই দাবিতে শুরু হয়ে যায় বিক্ষোভ। পরে তদন্তভার হাতে যায় সিবিআইয়ের। এরপর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য লোপাটের অভিযোগে গ্রেফতার করে সিবিআই।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন