DA Hike: রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে কেন কথা বলছে না রাজ্য! জানা গেল আসল কারণ
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করলেও, রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ভাতা পরিশোধ করেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়াচ্ছন না রাজ্য সরকার? মমতা সরকারকে সরাসরি প্রশ্ন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
এদিকে কেন্দ্র অষ্টম বেতন পে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে, এদিকে রাজ্যের কর্মীরা এখনও ষষ্ঠ বেতন পে কমিশনের বকেয়া ভাতা পেতে চোখের জলে নাকের জলে অবস্থা।
এদিকে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫৩শতাংশ। এদিকে রাজ্যের কর্মীদের ১৪ শতাংশ হারে বেতন নিয়ে সুপ্রিম কোর্টে বকেয়া ভাতা পাওয়ার আশায় দিন গুণছে।
সুপ্রিম কোর্টেও দিনের পর দিন এই মামলা ঝুলে রয়েছে। ফলে চরম হতাশায় দিন কাটছে রাজ্যের সরকারি কর্মীদের।
এমন পরিস্থিতিতে অবশেষ ডিএ নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
তাঁর বক্তব্যে এটুকু পরিষ্কার যদি কেন্দ্রীয় কর্মচারিরা বকেয়া ভাতা পায় তবে রাজ্যের কর্মীরা কেন তাদের বকেয়া ভাতার টাকা পাবে না।
নিজের সোশ্যার পোস্টেও রাজ্যের কর্মীদের জন্য গলা চড়ালেন এই বিরোধী নেতা। তিনি লেনে ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মীরা অষ্টম বেতন পে কমিশন গঠনে উপকৃত হবেন।
এদিনে রাজ্যটাকে ঋণে জর্জরিত করে কর্মীদের বকেয়া ভাতা আটকে রেখেছে। এমন ঋণে আটকে পড়েছে ফলে নতুন করে বেতন কমিশন তো দূরস্থ মহার্ঘ ভাতা দিতে পারবে কিনা এই নিয়েও সংশয় রয়েছে।
যার ফলেই কেন্দ্রের কর্মী ও রাজ্যের সরকারি কর্মীদের বেতনের তফাৎ ক্রমশ বাড়ছে।
২০২২ সালে সুপ্রিম কোর্ট তিন মসের মধ্যে বকেয়া মেটানোর রায় দিলেও তা পালন করেনি মমতা সরকার। উল্টে উচ্চ আদাতলে রিভিউ পিটিশন দায়ের করেছিল, সেটা খারিজ করে দেয় আদালত।
এরপেরই রাজ্যের তিনটি কর্মী সংগঠন সরকারের বিরুদ্ধে আদালত আবমাননার মামলা দায়ের করে। এই মামলায় জয় হয়েছিল কর্মী সংগঠনগুলোর। কিন্তু মমতা সরকার এখনও মহার্ঘ ভাতার বকেয়া টাকা মেটাননি। অন্য দিকে সুপ্রিম কোর্টে একাধিক বার এই মামলার তারিখ পিছিয়ে যাচ্ছে।