আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুলিশের চাকরি প্রত্যাখ্যান, চাকরি ফেরাল প্রয়াত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ও মেয়ে

Published : Sep 07, 2024, 10:17 AM IST
Kolkata police

সংক্ষিপ্ত

এই আবহে প্রতিবাদ করতে কলকাতা পুলিশের চাকরি ফেরালেন প্রয়াত ট্রাফিক সার্জেন্ট্র স্ত্রী ঝর্ণা দত্ত। আরজি কর কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানান।

গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল সারা রাজ্য। সকলেই প্রতিবাদ করতে পথে নেমেছেন। এই আবহে প্রতিবাদ করতে কলকাতা পুলিশের চাকরি ফেরালেন প্রয়াত ট্রাফিক সার্জেন্ট্র স্ত্রী ঝর্ণা দত্ত। আরজি কর কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানান।

২০২৩ সালে ২৫ অগস্ট উত্তর কলকাতার কাশীপুরে কলকাতা পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়ান আবাসন থেকে সৌরভ দত্তের পচাগলা দেহ উদ্ধার হয়। তিনি ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা বললেও, পরিবারের পক্ষ থেকে খুনের দাবি করা হয়েছিল। সেই পরিস্থিতিতে কলকাতা পুলিশের তরফ থেকে নিয়মমতো ঝর্ণা দত্তকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। সে সময় তিনি জানান, চাকরি যেন তাঁর মেয়ের জন্য সংরক্ষিত থাকে। কিন্তু, আরজি কর কাণ্ডের আবহে নিজের মেয়ের জন্য সেই চাকরি নেবেন না বলে জানান তিনি।

বৃহস্পতিবার ঝর্ণা দেবী জানান, আমি আগেই চাকরি প্রত্যাখ্যান করেছি। নিজের মেয়ের জন্য সংরক্ষিত রাখার অনুরোধ করেছিলাম। ভেবেছিলাম মেয়ে সাবালিকা হলে বাবার চাকরি পাবে। কিন্তু, চলতি আবহে সেই সিদ্ধান্ত থেকেও সরে এলাম। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে মেয়েকে চাকরি করতে পাঠাতে পারব না। তিনি অভিযোগ করেন, আত্মহত্যা বলে সৌরভের মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার হয়েছে। তাঁর মৃত্যুর পিছনে কে বা কারা ছিল তা এখনও জানা যায়নি। আরজি কর ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া চেষ্টা হয়েছে।

তেমনই তিনি আরও বলেন, পুলিশের উর্দিকে আমি সম্মান করতাম। এই উর্দি ছিল আমাদের পরিবারের তীর্থস্থান। আমাদের অন্ন জোগাত এই উর্দি। অত্যন্ত যত্ন নিয়ে এই উর্দি পরিষ্কার করতাম। তাতে এখন কালো দাগ লেগেছে। এখানে মেয়েকে চাকরি করতে পাঠাতে পারব না।

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের