এবার বাংলার মেয়ে ও মায়েরা ২ হাজার টাকা করে পাবেন প্রতিমাসে? দুর্দান্ত সুখবর দিতে চলেছে রাজ্য সরকার

এবার বাংলার মেয়ে ও মায়েরা ২ হাজার টাকা করে পাবেন প্রতিমাসে? দুর্দান্ত সুখবর দিতে চলেছে রাজ্য সরকার

Anulekha Kar | Published : Oct 6, 2024 11:22 AM
18

আরজিকর কাণ্ডের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। তবে এর মাঝেই এল দারুণ চমক।

28

তৃণমূলের ভোটব্যাঙ্কের অঙ্ক বাড়াতে দারুণ সাহায্য করেছে এই প্রকল্প। এর জন্য বহু সংখ্যক মহিলার কাছে তৃণমূলের জয়জয়কার।

38

এই প্রকল্পের আওতায় প্রতিমাসে ৫০০ টাকা করে অ্যাকাউন্টে পেতেন বাংলার মহিলারা।

48

পরে এই টাকা বেড়ে ১০০০ টাকা করেছে রাজ্য সরকার। এই বর্ধিত টাকা অ্যাকাউন্টেও পেয়ে গিয়েছেন বাংলার মহিলারা।

58

রাজ্যের সাধারণ শ্রেণির মানুষেরা আগে মাসে ৫০০ টাকা করে পেতেন এখন প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা।

68

তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা প্রতিমাসে পেতেন হাজার টাকা সেখান থেকে এখন তাঁরা মাসে ১২০০ টাকা পান।

78

এবার সেই টাকা বেড়ে যেতে পারে একধাক্কায় আরও ১ হাজার টাকা। ১ হাজার থেকে বেড়ে ২ হাজার টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। 

88

আগামী বিধানসভার আগে ফের বাড়তে পারে এই প্রকল্পের টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos