বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? ব্যাঙ্কে আর ঢুকবে না মাসে মাসে টাকা! আরজিকর আবহে তীব্র সমালোচনা নেট মাধ্যমে

Published : Oct 02, 2024, 04:56 PM IST

বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? ব্যাঙ্কে আর ঢুকবে না মাসে মাসে টাকা! আরজিকর আবহে তীব্র সমালোচনা নেট মাধ্যমে

PREV
17
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এখনও জারি রয়েছে আন্দোলন। সামাজিক মাধ্যমে এখনও থামেনি প্রতিবাদের ঝড়।

27
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

লোকসভার পর থেকেই বিভিন্ন কারণে সমালোচিত হয় রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্। এর জোরেই নাকি একের পর এক ভোটে বাজিমাত করছে তৃণমূল।

37
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

তবে আরজিকরের পরে নারী সুরক্ষা নিয়ে বিশেষ ভাবে সরব সাধারণ মানুষ।  "লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যে রাজ্যে রয়েছে সেই রাজ্যে লক্ষ্মীদের নিরাপত্তা নেই কেন" বারবারই এমনই প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে।

47
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

এবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার আর্জি করলেন এক দল নেটিজেন। তাঁদের মতে "নারী সুরক্ষা না পেলে এই প্রকল্প বর্জ্যন করা উচিত।

57
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

“যে রাজ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে সেই রাজ্যে মহিলাদের এই হাল হয় কী করে” এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

67
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

অন্যদিকে রাজ্য সরকারের সমর্থনে অনেকে লিখেছেন “লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প যারা পাচ্ছে তাঁরা আবার সরকারের সমালোচনা করছেন এক্ষুনি এই সুবিধা নেওয়া বন্ধ করুন।”

77
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?

সব মিলিয়ে এখনও চলছে তর্ক-বিতর্ক। তবে কি সত্যিই আরজিকর কাণ্ডের আঁচ এই প্রকল্পে পড়তে পারে? তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে যে প্রকল্পের জন্য রাজ্য সরকারের এত জনপ্রিয়তা, তাতে কোনও আঁচ পড়বে না বলেই ধারণা সাধরণ মানুষে।

click me!

Recommended Stories