মে মাস থেকেই এই প্রকল্পে ১৫০০ টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? নয়া আপডেট দিল নবান্ন

Published : Apr 12, 2025, 03:07 PM IST

রাজ্যের সবথেকে জনপ্রিয় দুটো প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথী। এবার এগুলিকে টেক্কা দেওয়ার মত প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে আবেদন করলেই মিলবে ১৫০০ টাকা। মে মাস থেকেই কি মিলবে এই টাকা? কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

PREV
111

সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন জনহিতকর প্রকল্প চালানো হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ।

211

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে শুরু করা লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) এবং স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মত প্রকল্পগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।

311

মানুষকে স্বনির্ভর করতে তাদেরকে উদ্দেশ্য করেই বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

411

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

511

এবার ঘোষণা করা হল এমন প্রকল্পের কথা, যেখানে সরাসরি ১৫০০ টাকা পাবেন বাংলার মানুষ।

611

মে মাস থেকেই কি টাকা ঢুকতে শুরু করবে? কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?

711

আমরা অনেকেই যুবশ্রী প্রকল্প সম্পর্কে জানি ও এই প্রকল্পের মাধ্যমে অনেকেই টাকা পেয়ে থাকেন। কিন্তু এখনো অনেকেই এই প্রকল্প সম্পর্কে সঠিক করে জেনে উঠতে পারেননি বা জানলেও কীভাবে এই সুবিধা পাবেন জানেন না।

811

২০১৩ সালে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সরকার এই স্কীমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের ১৫০০ টাকা করে দিয়ে থাকে।

911

তবে এই টাকা যারা পাচ্ছে তাদের প্রতি ৬ মাস অন্তর সেল্ফ ডিক্লেয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কিভাবে খরচ করা হয়েছে, এই কাজ না করলে হয়তো টাকা নাও দেওয়া হতে পারে।

1011

যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু মানদণ্ড মেনে চলতে হবে। আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে,

1111

তার বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা থাকতে হবে, নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে।

click me!

Recommended Stories