সংক্ষিপ্ত
Suvendu Attacks Mamata: নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই তাঁকে নিশানা করেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Suvendu Attacks Mamata: আগামী দুই মাসের মধ্যে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি নিশ্চিত করা হবে । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই তাঁকে নিশানা করেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী খোঁচা দেন। শুভেন্দু এদিন মনে করিয়ে দেন সুপ্রিম কোর্ট বা সিবিআই কেউই বলতে পারেনি যোগ্য আর অযোগ্য কারা।
শুভেন্দু অধিকারী বলেন, 'সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন ৭ এপ্রিল তিনি ২৬ হাজার চাকরিহারার সঙ্গে বসবেন। কিন্তু ওঁর তল্পিহাহকও পুলিশ মাত্র ৭ হাজারকে ঢুকতে দিয়েছে। বাকিরা বাইরেই থেকে গিয়েছে। যারা বঞ্চিত তাদের কাউকে আত্মপক্ষ সমর্থনে কোনও বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়নি। কারণ মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৫ হাজারকে অযোগ্য ঘোষণা করেছিল। সেই ঘোষণআ মানা হলে বাকিদের দুর্ভোগ হত না।'
শুভেন্দু এখানেই থেমে থাকেননি। তিনি বলেছেন, 'এই ২৬ হাজারের চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী থাকেন তাহলে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান চিফ জাস্টিস ও প্রাক্তন প্রধান বিচারপতির আমলে মোট ১৬ বার এই মামলায় শুনানি হয়েছে। সবাইকে বলার সুযোগ দিয়েছেন। কোটি কোটি খরচ করে আইনজীবী দিয়ে মুখ্য়মন্ত্রী অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। ওই ১৬ বারের মধ্যে একবারও যোগ্য-অযোগ্যদের তালিকা পেশ করেননি সরকার।' এদিন শুভেন্দু সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীকে বলব আপনি সরাসরি প্রধান বিচারপতিকে আক্রণ করেছেন। আপনি যোগ্যদের রক্ষা করব. যোগ্যদের রক্ষা করার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আপনাকে ৩ বছর সময় দিয়েছিল। আপনি কিছউই করেননি। আপনি বলেছেন চাকরি দেব। আপনি কীভাবে ২০১৬ সালের ২৩ লক্ষ পরীক্ষা নেবেন। অযোগ্যদের সংখ্যা ৭-৮ হাজার বলে বলছে সবাই। ওই প্রার্থীদের বাদ দিয়ে ২০১৬ সালে ২৩ লক্ষ আবেদনকারীকেই পরীক্ষায় বসতে দিতে হবে। যেদিন হেয়ারিং হবে সেদিন যোগ্যদের তালিকা ফেলে দিন তাগলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। আর কোনও সমস্যা থাকবে না।'
এদিন নেতাজি ইন্ডোরে মমতা বলেন, তিনি নিজে আইনজীবী। কয়েকটি কেসও লড়েছেন। মমতার এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আপনি নিজে বলছেন আপনি আইনজীবী। আমি অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের পক্ষে আপনি আবেদেন করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার। আপনি আজ বলেছেন, আমি অনেক কেস লড়েছি। তাই আমার অনুরোধ আইনজীবী হিসেবে যোগ্যদের তালিকা হাতে নিয়ে গিয়ে বলুন আমি আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছি। এই হল যোগ্যদের তালিকা। এদের কথা বিবেচনা করুন। তা যদি না করতে পারেন তাহলে ২৩ লক্ষ ভাইবোনকে পরীক্ষায় বসতে হবে। ৯ বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি তাদের থাকতে পারেন না। এখন পরীক্ষা নিলে ১৯ হাজার চাকরি প্রার্থীর সঙ্গে পাপ করা হবে। '
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।