Cyclone Montha: বঙ্গোপাসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সাধারণ থেকে গভীর হল। যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি ততই শক্তি সঞ্চয় করছে। সোমবারের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় মান্থা।
বঙ্গোপাসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সাধারণ থেকে গভীর হল। যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি ততই শক্তি সঞ্চয় করছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে গতিও। আজ যেমন শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। আগামিকাল, সোমবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
26
ঘূর্ণিঝড়ের প্রভাব
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে সোমবারের মধ্যেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঢঝড়ের আকার নেবে। সেই সময় সেটির নাম হব 'ঘূর্ণিঝড় মান্থা'। যার প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গে। যার জেরে এখন থেকেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
36
নিম্নচাপের অবস্থান
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি ছিল তা গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত সেটি আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমে, তামিলনাড়়ু থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ও ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।
আলিপুর হাওয়া অফিসের বার্তা আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে মান্থা। সেটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিতে সরবে। আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার সেটি প্রবল ঘূর্ণিঝড়়ে পরিণত হবে। আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের উপকূলে। সেই সময় এই এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পার করতে পারে।
56
ঘূর্ণিঝড় মান্থা-র ইতিবৃত্ত
সাধারণত ঘূর্ণিঝড় পুরোপুরি তৈরি হয়ে গেলেই তার নামকরণ করা হয়। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম আগে থেকেই ঠিক থাকা। ঘূর্ণিঝড় তৈরি হলেই তা ঘোষণা করা হয়। এক একটি দেশ ক্রমানুসারে ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। মান্থা- এই নামকরণক করছে তাইল্যান্ড। এই শব্দের অর্থ হল সুন্দর সুগন্ধী ফুল।
66
বঙ্গে প্রভাব
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়বে এই বঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। কলকাতাতেও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়়ো হাওয়া। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।