DA Case: রাজ্য সরকারি কর্মীদের হাতে ঢুকবে বকেয়া বেতন-সহ ভাতার দ্বিগুণ? কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে?

Published : Jun 11, 2025, 09:37 PM ISTUpdated : Jun 11, 2025, 09:38 PM IST

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটানো হয় তবে তারা আন্দোলনের পথে হাঁটবেন।

PREV
112

সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের মধ্যেই রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে পদক্ষেপ নিতে পারে বলেই মনে করছে একাংশ।

212

আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন বলেন বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

412

খুব স্বাভাবিক ভাবেই এখই পথে হেঁটে রাজ্যের অর্থমন্ত্রীও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

512

এদিকে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

612

সুপ্রিম কোর্ট, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যকে।

712

তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরও যদি সঠিক সময়ে বকেয়া না মেটানো হয় তাহলে বড়সড় পদক্ষেপ করবেন সরকারি কর্মচারীরা একথাও স্পষ্ট জানিয়েছেন তারা।

812

সেই মতো ছয় সপ্তাহ সম্পূর্ণ হবে চলতি মাসেই ২৭ জুন। তবে এই বিষয়ে রাজ্য সরকার এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করেনি।

912

সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটানো তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

1012

তবে দাবি করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রথম কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে নবান্ন।

1112

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বকেয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যদিও এই নিয়েও সরকারি তরফে কোনও আপডেট মেলেনি।

1212

গত ১৬ মে ডিএ মামলায় রাজ্য সরকারকে ডিএ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।  এখন শুধু সময়ের অপেক্ষা, দিন গুণছেন কবে নিজেদের হকের টাকা দীর্ঘ লড়াইয়ের পর আসবে হাতে।

Read more Photos on
click me!

Recommended Stories