গরমের ছুটি শেষে স্কুল খুলতেই আবারও কী পড়তে চলেছে ছুটি? করোনা ও আবহাওয়ার নিয়ে উদ্বেগের ফলে কি আবারও বন্ধ হবে স্কুল?

Published : Jun 04, 2025, 09:22 PM IST

গরমের ছুটি শেষ হতে না হতেই করোনা ও গরমের দাপটে স্কুল ছুটি নিয়ে নতুন করে চিন্তায় অভিভাবকরা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুলে বাচ্চাদের পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

PREV
110

গরমের ছুটি শেষ হয়ে সবে স্কুল খুলেছে কি খোলেনি এর মধ্যে আবারও কবে স্কুল ছুটি পড়বে এই নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

210

আর এর সবথেকে বড় কারণ গরম নয়, দেশ জুড়ে বাড়তে থাকা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

310

দেশজুড়ে  মোট আক্রান্ত ৪৩০২ জন,এবং রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৩২। যা প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিন দিন। এহেন পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে পাঠানো অভিভাবকদের জন্য অবশ্যই চিন্তার বিষয়।

410

গরমের ছুটি কাটিয়ে ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হয়েছে।

510

জুনের শুরুতে বৃষ্টি কমে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছেষ আর এর মধ্যেই খুলে যায় স্কুল।

610

গরমের জেরে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, ৪ তারিখ বুধবার থেকে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হবে।

710

এমন অবস্থায় আবার কী স্কুলগুলিতে ছুটি পড়ে যেতে পারে! নয়া সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করছে নবান্ন?

810

তবে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে মর্নিং স্কুল হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

910

প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে বলা হয়েছে, ৪ তারিখ থেকে ২০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।

1010

এখন করোনার বা এই আবহাওায়র জন্য স্কুলের ছুটি বা নধ্যের বিষয়ে কি নির্দেশিকা দেয় এখন সেটাই দেখার

Read more Photos on
click me!

Recommended Stories