- Home
- West Bengal
- West Bengal News
- Summer Vacation: গরমে স্কুলের ছুটি নিয়ে এখনও ধোঁয়াশা! গরম ছাড়াও বাড়ছে করোনা আতঙ্কও, উদ্বেগে অভিভাবকরা
Summer Vacation: গরমে স্কুলের ছুটি নিয়ে এখনও ধোঁয়াশা! গরম ছাড়াও বাড়ছে করোনা আতঙ্কও, উদ্বেগে অভিভাবকরা
ভ্যাপসা গরম ও করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যদিও গরমের ছুটি বাড়েনি, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ছুটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এই গরমে বাচ্চারা কীভাবে স্কুল করবে তা নিয়ে চিন্তায় অভিভাবকেরা।
অন্যদিকে, দেশে ৩৯৬১ আক্রান্তের সঙ্গে রাজ্যেও বাড়ছে করোনা। একের পর এক করোনা আক্রান্তে খবর আসছে সামনে।
তবে, করোনা নিয়ে এখনও রাজ্যের পক্ষ থেকে কোনও রকম ঘোষণা হয়নি। জারি হয়নি সতর্কতা।
মাঝে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিল যে গরমের ছুটি আরও বাড়বে।
রাজ্যে ৯ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি, ছিল ৩১ মে পর্যন্ত। ২ জুন খুলছে বাংলার সকল সরকারি ও বেসরকারি স্কুল।
অনেকে মনে করেছিলেন ৭ দিন আরও বাড়বে গরমের ছুটি। আরেকাংশের দাবি ছুটি ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে। ১৭ জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো।
সকলের মনে আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি মমতা সরকার। ফলে ২ জুন থেকেই শুরু হয়েছে স্কুলের পঠনপাঠন।
এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম। গত ২ দিন ধরে তাপমাত্রা উর্ধ্বগামী। তবে, গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার।
এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তে হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৭ জন।
কিন্তু এখনও করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির কোনও নোটিশ এখনও আসেনি। এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ছুটি বৃদ্ধির নোটিশ আসতে পারে বলে মনে করছে সকলে।
এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়াতে দেখা গিয়েছে। ফলে একইভাবে গরম না হোক করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা অনেকেরই।

