SSC New Recruitment 2025: SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে মানা হয়নি সুপ্রিম নির্দেশ, কোথায় কোথায় ভুল রয়েছে কমিশনের?

Published : Jun 04, 2025, 10:33 AM IST

SSC Scam 2016 Update News: গত ৩ এপ্রিল সুপ্রিম রায়ে চাকরি চলে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের। তারপর থেকেই চাকরিহারাদের ভবিষ্যত নিয়ে টানাপোড়েন। এরই মধ্যে সামনে এলো বিরাট আপডেট। বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…  

PREV
110
ফের জটে SSC মামলা

সময় গড়ালেও থামছে না ঝামেলা। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের হয়েছে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

210
ফের কেন মামলা দায়ের

এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, নতুন বিজ্ঞপ্তিতে সঠিক ভাবে শীর্ষ আদালতের নির্দেশ মানা হয়নি। 

310
কোথায় মানা হয়নি সুপ্রিম নির্দেশ

এই বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘’সুপ্রিম কোর্ট কখনই বলেনি, নতুন করে রুল তৈরি করে, শেষে ১০ নম্বর টিচিং এক্সপেরিয়েন্সের নম্বর দিতে। অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য ৯০ নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য ১০০ নম্বরের সিলেকশন করা হয়েছে। যা সুপ্রিম কোর্ট বলেনি।'' 

410
কমিয়ে দেওয়া হয়েছে আকাডেমিক মার্কস

মামলাকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, পর্ষদের নোটিসে মানা হয়নি সুপ্রিম গাইডলাইন। মানা হয়নি ২০১৬ সালের আকাডেমিক রুল। ২০১৬ সালের সিলেকশন ২০২৫ সালের রুল অনুযায়ী হবে। কিন্তু ২০১৬ সালে এসএসসি-র নির্দিষ্ট রুল ছিল। সেখানে অ্যাকাডেমিক মার্কস ছিল ৩৫। এবার সেটাকে কমিয়ে করা হয়েছে ১০। 

510
বাড়িয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার নম্বর

অভিযোগ, আগে লিখিত পরীক্ষায় ছিল ৫৫ নম্বর, সেটি বাড়িয়ে করা হয়েছে ৬০। ইন্টারভিউ ছিল ১০ নম্বরের, এবারের রুলে ইন্টারভিউ ১০ ও লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬সালের নিয়োগ প্রক্রিয়া ওই সালেরই রুল অনুযায়ী করতে হবে। সেটিও নিয়ম ভঙ্গ করছে এসএসসি কমিশন। 

610
বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার বঞ্চিত হবেন

মামলাকারীদের দাবি, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর থাকলে তাঁদের মতো বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার বঞ্চিত হবেন। কারণ তাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকায় তাঁদের কার্যত ৯০ নম্বরে পরীক্ষা দিতে হবে। অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট ১০ নম্বর পরীক্ষায় বসার আগেই তাদের কমে যাবে। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

710
২০১৬ সালের রুলে অ্যাকাডেমিক্স মার্কসের রুল

২০১৬ সালের রুলে অ্যাকাডেমিক্সের মার্কস ছিল ৩৫, সেটাকে কমিয়ে করা হয়েছে ১০, লিখিত পরীক্ষায় ছিল ৫৫, সেটি বাড়িয়ে করা হয়েছে ৬০। ইন্টারভিউ ছিল ১০, এবারের রুলে ইন্টারভিউ ১০ ও লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ বরাদ্দ করা হয়েছে। 

810
আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হত কীসের ভিত্তিতে

টিচিং এক্সপেরিয়েন্সের জন্য ১০ নম্বর রয়েছে। আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হত ৯০ নম্বরের ভিত্তিতে, বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে ৭০ নম্বরের ভিত্তিতে। আগে ১:১.৪ অনুপাতে ডাকা হত, অর্থাৎ ১০০টি পদের জন্য ১৪০ জনকে ডাকা হত। এখন ১:১.৬ অনুপাতে ডাকা হবে। অর্থাৎ ১০০টি পদের জন্য ১৬০ জনকে ডাকা হবে।

910
মামলাকারীদের দাবি কী

আদালতের চাকরি প্রার্থী  মামলাকারীদের দাবি, ২০১৬ সালের মতোই করতে হবে রুল। ২০১৬ সালের নিয়োগ বিধি অনুযায়ী ৫৫ লম্বরের লিখিত পরীক্ষা হত। সেখানে নতুন বিধিতে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তা তাঁরা মানছেন না বলেও জানিয়েছেন। আগামী ৫ জুন শুনানির সম্ভাবনা।

1010
অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চাকরিহারাদের একাংশ ফের আদালতে যেতেই চার শিক্ষা অধিকর্তাকে ধরানো হয়েছে আদালত অবমাননার নোটিস। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম নির্দেশ মাানেননি স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। যারফলে এসএসসি নিয়োগ নিয়ে নতুন করে চাপে তৃণমূল সুপ্রিমো। 

Read more Photos on
click me!

Recommended Stories