WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী

Published : Dec 08, 2025, 07:10 AM ISTUpdated : Dec 08, 2025, 07:19 AM IST
WB Weather Today

সংক্ষিপ্ত

বঙ্গে শীতের আমেজ বাড়ল, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া সহ পারদ পতন অব্যাহত থাকবে।

WB Weather Update: বঙ্গে শীতের আমেজ বাড়ল। আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া। কলকাতায় এবং জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। 

বঙ্গে আরও বাড়বে শীতের ইমেজ

উইকেন্ডে শীতের আমেজ বাড়বে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। এখনো স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা।

পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন

শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন হয়েছে। তাপমাত্রা নেমেছে অন্তত ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন আবহাওয়া এইরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ডিসেম্বরের শুরুতেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে হুঁ-হুঁ করে নামছে পারদ। রবিবার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

হিমাচলে ঘন কুয়াশার সম্ভাবনা

ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। ঝাড়খণ্ডে শৈত্য প্রবাহের পরিস্থিতি । কুয়াশা থাকবে ওড়িশাতেও।তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

লাক্ষাদ্বীপ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত

উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসম ও‌ মেঘালয়ের ওপর আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাঞ্জাব এলাকায়। এর প্রভাবে উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ