গত ২ মাস ধরে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে সবজির দর অস্বাভাবিক চড়া। সবজি কিনতে গিয়েই টাকা শেষ হয়ে যাচ্ছে। আলুর দামও অনেক বেড়ে গিয়েছে।
সংঘাতের বদলে আলোচনার পথেই পাওয়া গেল সমাধান। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ফলে কয়েকদিনের মধ্যেই রাজ্যের সর্বত্র আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সোমবার ধর্মঘট শুরু হওয়ার পর হিমঘর থেকে আলু বেরনো বন্ধ হয়ে যায়। ফলে বাজারে আলুর জোগান কমে যায়। এর জেরে চড়তে শুরু করে দাম। এবার ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আলুর দাম কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বৃহস্পতিবারই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার আশা কম। চলতি সপ্তাহের মধ্যেই বাজারে আলুর জোগান বাড়লে দাম কমে যেতে পারে।
জ্যোতি-চন্দ্রমুখী আলুর দাম স্বাভাবিকের চেয়ে বেশি
গত কয়েকদিন ধরে বাজারে আলুর দাম অনেক বেড়ে গিয়েছে। বুধবার পর্যন্ত জ্যোতি আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা করে বিক্রি হয়েছে। চন্দ্রমুখী আলু প্রতি কেজি ৪৫ থেকে ৫৫ টাকা করে বিক্রি হয়েছে। ফলে বাজার করতে গিয়ে অনেকেই আলু কিনছেন না বা আগের চেয়ে অনেক কম পরিমাণে কিনছেন। আলুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েছেন, তেমনই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্য সরকার তথা শাসক দলকে আক্রমণ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পাল্টা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আলু রফতানিতে বিধিনিষেধ
রাজ্যে আলুর জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য রাজ্যে আলু রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের বাজারগুলিতে আলুর দাম কমলে তারপর অন্য রাজ্যে আলু রফতানির অনুমতি দেওয়া হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ডিম-ভাত আর আলু সেদ্ধ তো মাঝে মাঝেই খান? জানেন এটা ঠিক কতটা অস্বস্থ্যকর