লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নবান্নর, এখন আর নথিভুক্ত করতে হবে না নাম

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পের সুবিধেভোগীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

Saborni Mitra | Published : Dec 21, 2024 12:20 PM IST
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীদের জন্য দারুণ পদক্ষেপ নিল রাজ্য সরকার।

210
নবান্নের সিদ্ধান্ত

নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত মহিলাদের নাম সরাসরি পৌছে যাবে বার্ধক্যভাতায় তালিকার।

310
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়স

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

410
বার্ধক্যভাতার বয়স

বার্ধক্য ভাতার জন্য মহিলা বয়স হতে হবে ৬০ বছর বা তারও বেশি।

510
লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায় মহিলাদের বয়স ৬০ বছরের বেশি হলে আর তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাবেন না।

610
লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত মহিলার বয়স যখন ৬০ বছর হতে যাবে তখন সরাসরি নাম চলে যাবে বার্ধক্যভাতার খাতে। আলাদ করে আবেদন করতে হবে না।

710
ওল্ডএজ পেনশন

নারী , শিশু ও সমাজকল্যাণ দফতরে অধীনে পরিচালিত ওল্ডএজ পেনশন প্রকল্পের আওতায় এই সুবিধে প্রদান করা হয়। আগামী দিনে এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আর আলাদা করে আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা সরাসরি এই প্রকল্পের সুবিধে পাবেন।

810
মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীদের নাম যাতে সরাসরি বার্ধক্যভাতার খাতে যায় তারজন্য একটি খসড়া ইতিমধ্যেই পেশ করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

910
বার্ধক্য ভাতার জন্য

বার্ধক্য ভাতার সুবিধে পাওয়ার জন্য উপভোক্তার মাসিক আয় ১ হাজার টাকা হতে হবে। বার্ধক্য ভাতায় প্রত্যেক মহিলাকে মাসে ১ হাজার করে টাকা দেওয়া হয়।

1010
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মহিলাদের মাসে ১ হাজার টাকা করে দেওয়া হয়। পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেয় নবান্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos