
উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়নের (Uttarkanya) জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banrjee)মুখ্যমন্ত্রী হওয়ার পরই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করেছিলেন উত্তবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা। প্রায় ৩০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছিলেন উত্তরকন্যা হল রাজ্যের মিনি সেক্রেটারিয়েট। স্থানীয়দের আর সরকারি কাজের জন্য যেতে হবে না কলকাতায়। নবান্নের বদলে এবার থেকে তারা শিলিগুড়ি থেকেই প্রয়োজনীয় কাজ করতে পারবেন। কথা ছিল উত্তরকন্যায় সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবে। প্রথম দিকে সব ঠিকঠাক চললেও বর্তমানে ছবিটা পুরোপুরি বদলে গেছে। এখন কর্মী সংকটে ভুগছে উত্তরকন্যা। উত্তরকন্যার বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
মেয়াদ উত্তীর্ণ বাস সরাতে নতুন কৌশল কেন্দ্রের, কর প্রস্তাব দ্বিগুণ করায় মাথায় হাত মালিকদের
প্রশাসন সূত্রের খবর, পেনশন, নগর-উন্নয়ন দফতর ও সিএমও ছাড়া উত্তরবঙ্গ উন্নয়নের দফতরের পুরো কাজ হলেও বাকি বেশিরভাগ দফতরেই কর্মী সংকট আছে। কিছু ক্ষেত্রে কর্মীরা অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফরে গেলে সেই সময় তাঁরই সঙ্গে সচিবরা যান উত্তরকন্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁরা আবারও ফিরে আসেন কলকাতায়। আবার শুনসান হয়ে যায় উত্তরকন্যা। স্থানীয়দের অভিযোগ উত্তরকন্যার যেকটি দফতরে কাজ হল সেখানেও কাজের গতি অত্যন্ত শ্লথ।
DA Update: ঠিক কবে থেকে রাজ্যের সরকারি কর্মীরা বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন? ডিএ নিয়ে বড় আপডেট
উত্তরকন্যা নিয়ে অভিযোগ করেছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, আসলে উত্তরবঙ্গে ঘর ভাড়া করে অনেক সরকারি দফতর চালাত রাজ্য সরকার। উত্তরকন্যায় সেগুলিকেই এক ছাতার তলায় আনা হয়েছে। কিন্তু প্রচার করা হয়েছিল উত্তরকন্যা হবে মিনি সেক্রেটারিয়েট। সেটা আর হয়নি। অন্যদিকে বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেছেন, উত্তরকন্যা ভাঁওতা মাত্র। উত্তরকন্যার জন্য আলাদা করে কোনও নিয়োগ হয়নি, পোস্টিং হয়নি। অধিকাংশ দফতরেই নিয়োগ করা হয়নি। তিনি আরও বলেছেন, এই প্রকল্পে রাজ্য সরকার ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে। পুরো টাকাই জলে গেছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দাবি করা হয়েছে, উত্তরকন্যা উত্তরবঙ্গের উন্নয়নের দিশারী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।