একটানা ৫ দিনের লম্বা ছুটি পাচ্ছেন অগাস্টেই! দুর্গাপুজোর আগেই বিশাল বড় ছুটি মিলল এই বছর

Published : Aug 06, 2024, 12:17 PM IST
India

সংক্ষিপ্ত

একটানা ৫ দিনের লম্বা ছুটি পাচ্ছেন অগাস্টেই! দুর্গাপুজোর আগে বড় ছুটি মিলল এই বছর

এই বছর অগাস্ট মাসে একটা লম্বা ছুটি পাবেন বাংলার মানুষ। এই বছরের সব থেকে লম্বা ছুটি মিলবে অগাস্ট মাসেই। সাধারণত পুজোর ছুটি ছাড়া এত বড় ছুটি পাওয়া যায় না।

২০২৪ এর অগাস্ট মাসে টানা ৫ দিন ছুটি পেতে চলেছেন বাংলার মানুষ। সেইরকম বড় ছুটি প্রায় কোনও বছরেই সেইরকম পাওয়া যায় না। খুব হাতে গোণা ছুটি পাওয়া যায় প্রতি বছর।

তবে অগাস্ট মাসের এই লম্বা ছুটি পেয়ে বেশ খুশির আমেজ পাবেন বাংলার মানুষ। অন্যদিকে গ্রীষ্মের ছুটিতে শুধু স্কুল, কলেজ আর কোর্ট বন্ধ থাকে। তাই একটানা বড় ছুটি পাওয়া সত্যিই মুশকিলের। তবে এই বছর অগাস্ট মাসেই মিলেবে একটানা একটা লম্বা ছুটি।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। ওই দিন সারা দেশেই ছুটি। তাই ওই একদিন নতুন করে ছুটি নেওয়ার আর দরকার পড়ে না। ১৫ অগাস্ট পড়েছে বৃহস্পতিবার মাঝে একদিন শুক্রবার বাদে। ১৭ ও ১৮ অগাস্ট পড়েছে শনি ও রবি বার।

তাই মাঝের একটা শুক্রবার অর্থাৎ ১৬ অগাস্ট লিভ নিয়ে নিলেই টানা চারদিন ছুটি পেয়ে যাবেন। টানা চারদিন পরিবারের সঙ্গে কোথাও ঢুঁ মেরেও আসতে পারেন। বড় ছুটি পেতে আর অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অগাস্টেই পাবেন লম্বা একটা ছুটি। এই বড় ছুটিতে পরিবারের সঙ্গে কোথাও বেরিয়ে আসতে পারেন দিন কয়েকের জন্য।

PREV
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News