রোজভ্যালিতে জমানো টাকা ফেরত দেবে ইডি! রক্তজল করা জমানো অর্থ ফেরত পেতে পারেন প্রায় ২২ লক্ষ আমানতকারী

Published : Aug 06, 2024, 10:21 AM ISTUpdated : Aug 06, 2024, 10:26 AM IST
Rose Valley 3

সংক্ষিপ্ত

রোজভ্যালিতে জমানো টাকা ফেরত দেবে ইডি! প্রায় ২২ লক্ষ আমানতকারীর জমানো অর্থ ফেরত দেওয়ার নির্দেশ

রোজভ্যালির টাকা ফেরত পাবেন প্রতারিত আমানতকারীরা। প্রায় ১২ কোটি টাকা ফেরত দেওয়ার তোড়জোড় করছে ইডি। উপকৃত হতে পারেন প্রায় ২২ লক্ষ আমানতকারী। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে চলেছেন বহু মানুষ। এবার অনেকেরই জমানো টাকা ফেরত দেবে ইডি। প্রধানমন্ত্রীর নির্দেশেই টাকা ফেরত পেতে চলেছেন বহু গ্রাহক।

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের পরে নিজের কষ্টের জমানো টাকা হারিয়েছেন অনেকেই। অনেকেই লক্ষ লক্ষ টাকা জমা করেছিলেন এই সংস্থায়। তারপরে রাতারাতি মাথায় হাত পড়ে যায় তাঁদের। চিটফান্ড ধরা পড়তেই টাকা ফেরত পাওয়ার আশা হারিয়ে ফেলেন অনেকে।

এদিকে চিটফান্ড থেকে উদ্ধার হওয়া প্রায় ৮০০ কোটি টাকা তা নিজের কাছেই জমা রেখেছিল ইডি। এর মধ্যে ১৪টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের হস্তান্তর করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ২৪ জুলাই ইডিকে এই নির্দেশ দেওয়া হয়। সেই ১৪ টি ফিস্কড ডিপোজিটের ১২ কোটি টাকা এবার ফেরত দিতে পারে এই কেন্দ্রীয় সংস্থা। প্রায় ২২ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে এই টাকা ভাগ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডু ইতিমধ্যে দুটি মামলায় জামিনও পেয়ে গিয়েছেন। একটি ইডি ও একটি সিবিআই মামলায় জামিন পাচ্ছেন তিনি। তবে এখনই জেল থেকে ছাড়া পাবেন না তিনি। ২০১৫ সালে গ্রেফতার করা হয় তাকে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ